ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পর্দা উঠল শাহরাস্তি ক্রিকেট একাডেমির ট্যালেন্ট হান্টের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
পর্দা উঠল শাহরাস্তি ক্রিকেট একাডেমির ট্যালেন্ট হান্টের 

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এবারই প্রথম আয়োজন হচ্ছে ট্যালেন্ট হান্ট।  

প্রথম বিভাগ ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু'র পৃষ্ঠপোষকতায় ও শাহরাস্তি ক্রিকেট একাডেমির আয়োজনে সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান প্লেয়ারদের স্বপ্ন পূরণে শুক্রবার (১০ মে) সকাল ১০ টায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট কর্মসূচি।

এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্যাহ।

১০ থেকে ২১ বছর বয়সী প্রায় পাঁচশ ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন ট্যালেন্ট হান্টে। চাঁদপুরের তিনটি উপজেলা থেকে মোট ৪০ জন ক্রিকেটার বাছাই করা হবে। সেরা ৪০ জনকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বয়সভিত্তিক দল এবং ঢাকার বিভিন্ন লিগে খেলার সুযোগ করে দেওয়া হবে। এছাড়া যারা বিকেএসপিতে ভর্তি হতে আগ্রহী তাদেরকে যোগ্যতা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমি চালু হবে যাতে সব ধরণের সুযোগ সুবিধা থাকবে এবং ভালো মানের কোচ ও ট্রেনার থাকবেন।

শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক মো. সাদ্দাম হোসেন মিঠু বলেন, এই সকল কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে ভালো মানের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। ভালো মানের পৃষ্ঠপোষকতা পেলে আমি ইনশাআল্লাহ এসব ট্যালেন্ট হান্টের মাধ্যমে জাতীয় পর্যায়ের কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পারবো। সকলেই এগিয়ে এলে এসব প্রোগ্রামের মাধ্যমেই আমি শাহরাস্তিতে থেকেও বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে পারব। যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও খেলতে পারবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন।

প্রধান অতিথি মোঃ ইয়াসির আরাফাত শুভ উদ্বোধন অনুষ্ঠানে আগত সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সাদ্দাম হোসেন মিঠুর প্রচেষ্টায় খেলোয়াড় অন্বেষণ এই কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী হবে বলে আমার বিশ্বাস। তার একক উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি গ্রহণের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের বয়স ভিত্তিক দলের হেড কোচ মো. শামীম আখতার ফারুকী, বিশিষ্ট সংগঠক ও ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি'র সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ, বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দল ও ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাবের হেড কোচ আনিসুল ইসলাম ভূইয়া নিপু, শেখ কামাল স্পোর্টস একাডেমীর হেড কোচ মোশারফ বাবুসহ আরও অনেকে।


বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।