ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের জোড়া আঘাত, লড়ছেন ক্যাম্পবেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
মোস্তাফিজের জোড়া আঘাত, লড়ছেন ক্যাম্পবেল

বাংলাদেশের মতো শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। ৫৭ রানে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট।

তবে পঞ্চম উইকেটে জুটি গড়ে বিপর্যয়ে পড়া দলকে পথ দেখান জোনাথান ক্যাম্পবেল ও রায়ান বার্ল। পঞ্চদশ ওভারে বার্লকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন মোস্তাফিজুর রহমান। একই ওভারে ব্যাট করতে নামা জংওয়েকেও ফেরান এই পেসার।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১০৩ রান।  

লক্ষ্য তাড়ায় নামা জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারায়। ইনিংসের চতুর্থ বলে উইকেট নেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে ক্যাচ দেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট (০)। দ্বিতীয় ওভারে তানজিম সাকিব খরচ করেন ১৪ রান। পরের ওভারে সাকিব আল হাসান আক্রমণে এসে দেন ৮ রান। চতুর্থ ওভারে তাসকিন এসে ফের আঘাত হানেন। এবার তার বলে সরাসরি বোল্ড হন সিকান্দার রাজা। ১০ বলে ১৭ রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক।

তাসকিনের জোড়া আঘাতের পর আক্রমণে এসে উইকেট পান সাকিবও। ১৩ বলে ১৪ রান করা মারুমানিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার। আম্পায়ার আউট দেওয়ার পর মারুমানি রিভিও নিয়েছিলেন। কিন্তু সিদ্ধান্ত আসে আউট-ই। পরের বলেই ক্লাইভ মাদান্দের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার এবার সাড়া দেননি। সাকিবের ইশারায় রিভিও নেন শান্ত। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল স্ট্যাম্পে লাগতোই না। পাওয়ার প্লে-তে জিম্বাবুয়ে ৩ উইকেটে ৩৭ রান তুলতে পারে।  

পঞ্চম উইকেটে জুটি গড়ে কিছুক্ষণ দলকে টানেন ক্যাম্পবেল ও বার্ল। তবে পঞ্চদশ ওভারে বার্লকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন মোস্তাফিজ। ২০ বলে ১৯ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। একই ওভারের শেষ বলে লুক জংওয়েকে ১ রানে ফেরান মোস্তাফিজ। তবে লড়ে যাচ্ছেন ক্যাম্পবেল।

আজ শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ১০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।