ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ৪১ জন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ১১, ২০২৪
শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ৪১ জন ক্রিকেটার

২৯ জন থেকে বাড়িয়ে নতুন কেন্দ্রীয় চুক্তিতে ৪১ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। গতকাল নতুন এই চুক্তি প্রকাশ করে বোর্ডটি।

আগের মতোই ছয়টি ক্যাটাগরিতে রাখা হয়েছে ক্রিকেটারদের। যদিও কে কোন ক্যাটাগরিতে আছেন, তা প্রকাশ হয়নি।

এই বিষয়ে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘এই তথ্য জনসম্মুখে প্রকাশ করে খেলোয়াড়দের মনোবলকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে চাই না আমরা। ’

প্রথমবার এই চুক্তিতে জায়গা করে নিয়েছেন শেভন ড্যানিয়েল, দুশান হেমান্থা, নুয়ানিদু ফার্নান্দো ও সেহান আরাচিগে। সব মিলিয়ে নতুন করে চুক্তিতে ঢুকেছেন ১৮ জন ক্রিকেটার। আগের চুক্তি থেকে বাদ পড়েছেন ছয় জন। যার মধ্যে উল্লেখযোগ্য নাম ভানুকা রাজাপক্ষে ও দানুশকা গুনাথিলাকা।

একনজরে শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তির তালিকা: দিমুথ কারুনারাত্নে, দিনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, প্রবাথ জায়াসুরিয়া, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, রামেশ মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চামিকা কারুনারাত্নে, দুনিথ ওয়েলালাগে, লাহিরু কুমারা, নিশান মাদুশকা, মাথিশা পাথিরানা, কুশল পেরেরা, ভিশ্ব ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, প্রামোদ মাদুশান, জানিথ লিয়ানাগে, আকিলা ধনঞ্জয়া, প্রাভিন জায়াবিক্রমা, নুয়ান থুশারা, সেহান আরাচিগে, নুয়ানিদু ফার্নান্দো, দুশান হেমান্থা, লাসিথ এম্বুলদেনিয়া, বিনুরা ফার্নান্দো, শেভন ড্যানিয়েল, নিরোশান ডিকওয়েলা, আশেন বান্দারা, ওশাদা ফার্নান্দো ও আভিশকা ফার্নান্দো।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ১১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।