ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মে ১২, ২০২৪
শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। পরের ম্যাচও জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এখন শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে।  

রোববার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, তিনি জিতলেও আগে ব্যাটিংই করতেন।  

শেষ ম্যাচে এসে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিব নেই, তাদের জায়গা নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মাহেদী। মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা নিয়েছেন তানভীর ইসলামের। এই ম্যাচে বাংলাদেশ খেলতে নামবে দুই পেসার নিয়ে।  

জিম্বাবুয়ের একাদশেও একটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে চোট পাওয়া রিচার্ড এনগারাভাকে সরিয়ে নেওয়া হয়েছে শেইন উইলিয়ামসকে।  

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়,  সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময় :
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।