ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের রিপোর্ট যুক্তরাষ্ট্রে, বিকল্প ভাবনায় হাসান মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
তাসকিনের রিপোর্ট যুক্তরাষ্ট্রে, বিকল্প ভাবনায় হাসান মাহমুদ

মিরপুরে গণমাধ্যমকর্মীদের ভিড় সোমবার সকাল থেকে। দুপুরের দিক থেকে থেমে থেমে এসেছে বৃষ্টি।

এর মধ্যেই হঠাৎ বিসিবি একাডেমির পথ ধরলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাশেই জিমে থাকা পেসার হাসান মাহমুদের সঙ্গে কথা বলেছেন তিনি।  

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটির আগে পেশিতে টান লাগে তাসকিন আহমেদের। তাকে নিয়ে দুশ্চিন্তায় আছে বিসিবিও। রোববারই তার এমআরআই করানো হয়।  

সেই রিপোর্ট সোমবার পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের কাছে। তাদের কাছ থেকে সংকেত পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাসকিনের চোট সম্পর্কে যা জানা গেছে, দুই থেকে তিন সপ্তাহ অবধি তাকে মাঠের বাইরে থাকতে হবে।  

এমন হলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, বিশ্বকাপও কিছুটা অনিশ্চিত তার। তবে তাসকিন বিশ্বকাপে নিতে চায় বিসিবি। সেক্ষেত্রে তাসকিনের জায়গায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে পারেন হাসান মাহমুদ।  

বিশ্বকাপ দলের সবকিছু চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তাসকিনের চোটে জটিলতা তৈরি হয়েছে। সোমবার বিকেলে বিসিবিতে বৈঠকে বসার কথা রয়েছে নির্বাচকদের। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ঘোষণা হবে দল।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।