ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ দল দেখেননি মাশরাফি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মে ২০, ২০২৪
বাংলাদেশের বিশ্বকাপ দল দেখেননি মাশরাফি

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। এর আগে বিশ্বকাপের জন্য ঘোষণা করা হয়েছিল ১৫ সদস্যের স্কোয়াড।

কিন্তু এই সম্পর্কে কিছুই জানেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'নড়াইল এক্সুপ্রেস' খ্যাত মাশরাফি। অনুষ্ঠান শেষে বিশ্বকাপে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'দল দেখিনি, জানি না কারা আছে। কেমন অবস্থায় আছে তাই জানি না। আমি খেলা দেখিনি, সত্যি কথা। '

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে পড়েছে দ. আফ্রিকা ও শ্রীলঙ্কা। দুটিই টি-টোয়েন্টির বিবেচনায় শক্তিশালী দল। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং টি-টোয়েন্টিতে শক্তিমত্তার পার্থক্যের কারণে এই দুই ম্যাচেই জয় পাওয়ার সম্ভাবনা কম। তবে এই দুই প্রতিপক্ষের বিপক্ষেই টাইগারদের জয় পাওয়া উচিত বলে মত দিলেন মাশরাফি বিন মর্তুজা।  

যদিও বাংলাদেশ কোন গ্রুপে আছে, কারা আছে সেই গ্রুপে; তাও জানেন না মাশরাফি। একবাক্যেই বলে দিলেন, 'জানি না আসলে কারা আছে সেই গ্রুপে। ' তবে পরে সাংবাদিকরা তাকে জানানোর পর তার মন্তব্য, 'দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত। (দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে) দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যেকোনো একটার বিপক্ষে জিততে হবে মনে হয়। আশা করি, ইনশাআল্লাহ ভালো করবে। ’

গ্রুপে বাংলাদেশ দলের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও নেপাল। শক্তিমত্তার দিক থেকে যারা কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। ফলে এই দুই দলের সঙ্গেও জেতা উচিত বলে মনে করেন মাশরাফি, 'ওদের (নেপাল ও নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার চিন্তা করেন, তাহলে তো কঠিন। '

বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি-পর্ব। আগামীকাল হবে প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ২৩ ও ২৫ মে। আর বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ ৮ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১০ জুন। তৃতীয় ও চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে নেদারল্যান্ডস (১৩ জুন) ও নেপাল (১৭ জুন)।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।