ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আকাঙ্ক্ষিত ফর্মে নেই সবাই, এটা দুঃখজনক: প্রধান নির্বাচক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ২৫, ২০২৪
আকাঙ্ক্ষিত ফর্মে নেই সবাই, এটা দুঃখজনক: প্রধান নির্বাচক

বিশ্বকাপের আগে বাংলাদেশ খেয়েছে বেশ বড় ধাক্কা। প্রস্তুতির জন্য স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় টাইগাররা।

কিন্তু র‍্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা দলটির সঙ্গে সিরিজ জিততে পারেনি তারা। এ নিয়ে স্বাভাবিকভাবেই হচ্ছে নানা সমালোচনা।

শনিবার বাংলাদেশ সময় রাতে তৃতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল। এ ম্যাচে হারলে বাংলাদেশকে পেতে হবে ধবলধোলাইয়ের লজ্জা। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও। দলের সিরিজ হারকে হতাশার বলছেন তিনি।  

শনিবার দুপুরে মিরপুরে লিপু বলেন, ‘বিশ্বকাপের মিশন এখনও শুরুই হয়নি। এখন আমরা একটা সিরিজ খেলছি। বিশ্বকাপের আলোকেই আমরা দলটা ঘোষণা করেছি। সেই সময় বিস্তর চিন্তাভাবনা করেই দলটা দিয়েছি, যে কার বিকল্প কে হতে পারে, কীভাবে হলে সেরা সমন্বয়টা বের করে নিতে পারবেন কোচ; ৬ জন বা ৭ জন ব্যাটার, বোলিংয়ে ৫ জন না ৬ জন, সব চিন্তা করেই আমরা দলটা দিয়েছি। ’

‘এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে সবাই নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। হতাশাজনকই বলব। দুটো ম্যাচেই আমরা জয়ের অবস্থানে ছিলাম। সেখান থেকে আমরা জয়টা আয়ত্তে আনতে পারিনি। ’

এবার আইসিসি প্রতিটি দলকেই সুযোগ দেয় ২৫ মে পর্যন্ত দল বদলানোর। আগে একবার স্কোয়াড ঘোষণা করলেও এই সময় অবধি চাইলেই কোনো কারণ ছাড়া পরিবর্তন করা যাবে স্কোয়াড। বাংলাদেশ কি এতে কোনো বদল এনেছে?

প্রধান নির্বাচক বলেন, ‘এটা মূলত একটা ফরমালিটির ব্যাপার ছিল। বাড়তি সুবিধা দেওয়ার জন্য প্রতিটি দলকেই দেওয়া ছিল নিয়মটা। সেই আলোকে আমরা ২৪ তারিখ দুবাই সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পেয়েছিলাম। তো নিয়ম মেনে আমরা নির্বাচকরা অধিনায়ক ও কোচের সঙ্গে একটা আলোচনা করেছি। যেই দলটা আমাদের এই মুহূর্তে আছে। তাসকিনকে সংযুক্ত করা আছে। সেই দলটিই আমরা বহাল রেখেছি। ’

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।