ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মারুফার চাওয়া ম্যাচ জেতানো, নাহিদার সেমিফাইনাল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
মারুফার চাওয়া ম্যাচ জেতানো, নাহিদার সেমিফাইনাল

মাস দুয়েক পর ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজন্য সাজতে শুরু করেছে বিসিবি অঙ্গনও।

বাইরে লেগেছে বড় ব্যানার, কাউন্টডাউনের ঘড়ি। বিশ্বকাপের আগেই বাংলাদেশের মেয়েদের অবশ্য পরীক্ষা দিতে হবে এশিয়া কাপের।

১৯ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হবে এই টুর্নামেন্ট। এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প করছেন ক্রিকেটাররা। ওখান থেকেই জানিয়েছেন নিজের প্রস্তুতির খবর। বিসিবির পাঠানো ভিডিওতে পেসার মারুফা আক্তার জানিয়েছেন, দলকে ম্যাচ জেতানোর লক্ষ্য তার।

তিনি বলেন, ‘আলহামদুল্লিলাহ আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে। আশা করা যায়, ভালো কিছু করবো আমরা ইনশাল্লাহ। সব সময় লক্ষ্য একটাই যে ভালো কিছু করে টিমকে জিতিয়ে মাঠ থেকে বের করে আনা। এশিয়ার ভেতরে সাতটা দলের সঙ্গে খেলবে। এগুলো আমাদের অনেক কাজে দেবে যাতে নিজের মাটিতে এসে ভালো কিছু করতে পারি। ’ 

কিছুদিন আগে নারীদের প্রিমিয়ার লিগ হয়েছে। ওই টুর্নামেন্টে ভালো করে বেশ কয়েকজন জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। একবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের এবারের লক্ষ্য কী? দলের সিনিয়র ক্রিকেটার নাহিদা আক্তারের চাওয়া সেমিফাইনাল।

তিনি বলেন, ‘চেষ্টা করেছি যে যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। প্রিমিয়ার লিগ খেলেছি এর আগে। প্রিমিয়ার লিগ থেকে চেষ্টা করছি আত্মবিশ্বাস নিয়ে আসার। এখানে (বিকেএসপি) অনেকদিন ধরে ক্যাম্প করছি। কয়েকটা ম্যাচও খেলেছি। ’

‘যদিও অনেক বৃষ্টি ছিল তারপরও বলব, আলহামদুল্লিলাহ যতটুকু হয়েছে চেষ্টা করব যাতে মেইন ম্যাচে ডেলিভার করতে পারি। বড় আসরে খেলতে যাওয়ার আগে এই রকম টুর্নামেন্ট ভালো একটা দিক। আমি মনে করি যে সেমিফাইনালে যেতে পারি, সেমিফাইনালে যেতে পারলে ফাইনালে যেতে পারব এটা আমাদেরকে আত্মবিশ্বাস দিবে। ’

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।