ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে ধবলধোলাই করায় বাংলাদেশকে সমীহ করছেন গিল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
পাকিস্তানকে ধবলধোলাই করায় বাংলাদেশকে সমীহ করছেন গিল

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট ধবলধোলাই করে এসেছে বাংলাদেশ। শান্ত-সাকিবদের এই পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে ক্রিকেটবিশ্বে।

কিন্তু এমন সাফল্যের পরও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দাবি করেছেন, ভারতের মাটিতে সুবিধা করতে পারবে না শান্তবাহিনী।  

কিন্তু উল্টো সুর শোনা গেল সৌরভেরই স্বদেশী শুভমান গিলের গলায়। ভারতের এই তারকা ব্যাটার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে না। কারণ কিছুদিন আগেই তারা পাকিস্তানে সিরিজ জিতে এসেছে। জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, 'আমার মতে, এখন কোনো দেশকে খাটো করে দেখার সুযোগ নেই। গত দুই মাসে, বিশেষ করে পাকিস্তানে যেমন খেলে এসেছে বাংলাদেশ, তা অসাধারণ। ' 

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সাফল্যের পেছনে বড় কারণ ছিল পেসারদের সাফল্য। তাসকিন-রানারা পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন। পাশাপাশি মিডল অর্ডারে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিরোধ তো ছিলই। এ ব্যাপারটি নজর এড়ায়নি গিলের। তিনি বলেন, 'ওদের (বাংলাদেশের) পেসার এবং মিডল অর্ডারের ব্যাটাররা যে ভাবে চাপ নিয়ে খেলেছে, তাকে কোনোভাবেই ছোট করা যাবে না। আমার মতে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খুব আকর্ষণীয় হতে চলেছে'

গিল যেমন বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেছেন, তেমনটি করেছেন গাঙ্গুলীও। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে আসায় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস যে অনেক বেড়ে গেছে তা নিয়ে সন্দেহ নেই বলে জানিয়েছিলেন তিনি। ভারতে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘পাকিস্তানকে তাদের মাটিতে হারানো সহজ নয়। যে কারণে বাংলাদেশ খেলোয়াড়দের অভিনন্দন। কিন্তু ভারত ভিন্ন একটা দল। নিজেদের মাঠে হোক বা অন্য কোথাও, শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিতে তারা অসাধারণ দল। ’

একইসঙ্গে বাংলাদেশের জন্য ভারতে জেতা যে কঠিন হবে, সে কথা মনে করিয়ে দিতে সৌরভ বলেন, ‘(ভারতে) বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। ভারতই সিরিজ জিতবে। কিন্তু বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, এটাও মাথায় রাখতে হবে। কারণ, পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে বাংলাদেশ দল। ’

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।