ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচ জিতবো: শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচ জিতবো: শান্ত

ভারতের বিপক্ষে কঠিন লড়াই সামনে। কিন্তু বাংলাদেশের কাছের অতীত বেশ রঙিন।

ভারত সফরের মাসখানেক আগে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন স্বাভাবিকভাবে দলের আত্মবিশ্বাস তুঙ্গে।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল ভারতের বিপক্ষে সিরিজের আগেও তাই বাংলাদেশকে নিয়ে আলোচনা হচ্ছে জোরেশোরে। প্রতিপক্ষ সমর্থক, অধিনায়ক, সাবেক ক্রিকেটারদের সমীহ পাচ্ছে তারা। এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য কী? চেন্নাইতে বুধবার এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।  

তিনি বলেন, ‘লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচটা জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব। ’

পাকিস্তান সফরের আগে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। ভারতের বিপক্ষেও বাস্তবতা একই। আগের সিরিজের পুনরাবৃত্তিই কি করতে চাইবেন শান্তরা? অধিনায়ক বলছেন, অতীত নিয়ে ভাবছেন না তারা।  

তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই। ’

‘সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ (ভারত), এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।