ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে জোড়া কীর্তি হাসানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
ভারতে জোড়া কীর্তি হাসানের সংগৃহীত ছবি

চেন্নাই টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার নিশ্চিতভাবেই হাসান মাহমুদ। অসাধারণ সুইংয়ের খেলা দেখিয়ে এই তরুণ ডানহাতি পেসারের কাছে পরাস্ত হয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো শীর্ষ ব্যাটাররা।

 

আর তাতে তাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে ভারতীয় মিডিয়ায়। টেস্টের প্রথম দিনে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আজ দ্বিতীয় দিনে আরও এক উইকেট ঝুলিতে পুরেছেন। প্রথম ইনিংসে হাসান ২২.৩ ওভারে ৮৩ রান দিয়েন নিয়েছেন ৫ উইকেট। ভারতের মাটিতে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি বোলার এখন তিনি।  

এই টেস্টে হাসান গড়েছেন আরও এক ইতিহাস। ভারতে আসার আগে পাকিস্তানের বিপক্ষে ফাইফার পেয়েছিলেন তিনি। টানা দুই টেস্টে ফাইফার নেওয়ার কীর্তিও গড়েছেন এই তরুণ। পাকিস্তানে দুই টেস্ট মিলিয়ে নেন ৮ উইকেট। চলমান টেস্টসহ মাত্র ৪ ম্যাচেই তার উইকেট এখন ১৯টি!  এর মধ্যে দুইবারই পেয়েছেন ফাইফার।  

এর আগে ভারতের মাটিতে টেস্টে সেরা বোলিং ছিল পেসার আবু জায়েদের। ২০১৯ সালে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর ওয়ানডেতে ভারতের মাটিতে সেরা বোলিং ফিগার মাহেদি হাসানের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।  

আর ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের মালিক মোস্তাফিজুর রহমান। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। অর্থাৎ ভারতের মাটিতে সব সংস্করণ মিলিয়ে প্রথমবার ৫ উইকেট পাওয়া বোলার মোস্তাফিজ। তালিকার নতুন সংযোজন হাসান।

সবমিলিয়ে ভারতের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট পাওয়া পঞ্চম বোলার হাসান। এর আগের সবগুলোই অবশ্য বাংলাদেশের মাটিতে। প্রথমবার এই কীর্তি গড়েন বাংলাদেশের অভিষেক টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান। ২০০০ সালে ঢাকায় তিনি নিজের ও দেশের অভিষেক টেস্টের এক ইনিংসে ১৩২ রানে নেন ৬ উইকেট। তালিকার অন্যরা হলেন- সাকিব আল হাসান, শাহাদাত হোসেন এবং মেহেদী হাসান মিরাজ।

তবে হাসানের আজকের কীর্তিটি ম্লান হয়ে গেছে বাকিদের ব্যর্থতায়। হাসানের দুর্দান্ত বোলিংয়ের পরও প্রথম ইনিংসে ভারত সংগ্রহ দাঁড়ায় সব উইকেট হারিয়ে ৩৭৬ রান। অথচ হাসানের তোপে একসময় ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। পরে রবিচন্দ্রন অশ্বিন (১১৩) ও রবীন্দ্র জাদেজা (৮৬) রানের পাহাড়ে টেনে তোলেন স্বাগতিকদের।  

জবাবে মাত্র ১৪৯ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় দিন শেষে তারা ৩ উইকেটে ৮১ রান করেছে। তাদের লিড ৩০৮ রানের।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।