ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

চোটকে সঙ্গী করেই আফগান রূপকথা লিখেছেন রশিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
চোটকে সঙ্গী করেই আফগান রূপকথা লিখেছেন রশিদ

হ্যামস্ট্রিং সমস্যা রশিদ খানের জন্য নতুন কিছু নয়। কিছুদিন আগে আবার পিঠের চোটের কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট।

যদিও সেই টেস্ট মাঠেই গড়ায়নি বৃষ্টির কারণে। কিন্তু চোট নিয়েও রশিদ নায়ক বনে গেলেন আরও একটি আফগান রূপকথার।

দ্বিতীয় ওয়ানডেতে ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। শুধু তা-ই নয়, র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয় তাদের। আর সেই ম্যাচে চোট নিয়েও পুরোটা সময় মাঠে থাকতে চেয়ে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ।

হ্যামস্ট্রিং চোটকে সঙ্গী করে এ লড়াই নিয়ে আফগান লেগ স্পিনার বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল আমার, গত মাসেও দুর্ভাগ্যজনকভাবে এই চোটে পড়ি আমি। কিন্তু ম্যাচের শেষ পর্যন্ত মাঠে থাকার চেষ্টা করতে সেরাটা দিয়ে গেছি আমি। বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের বড় সুযোগ ছিল আমাদের মতো দলের জন্য এবং আমার মাথায় কেবল এটাই কাজ করছিল- আমার অবদান দলের জন্য গুরুতপূর্ণ তাই আমাকে শেষ পর্যন্ত থাকতে হবে। ’

শারজায় আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩১১ রান করে আফগানিস্তান। ২৬তম জন্মদিন পালন করা রশিদ ব্যাটিংয়ে আসেন ৪৭তম ওভারে। প্রথম বলেই দৌড়ে দুই রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তার। এরপর ফিজিওর পরামর্শ মেনে খেলা চালিয়ে যান তিনি। বল হাতে ধরাশায়ী করেন প্রোটিয়া ব্যাটারদের।

রশিদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের বড় সুযোগ ছিল আমাদের সামনে। আমি মনে করি খেলার প্রতি ভালোবাসাই খেলার তাগিদ এনে দেয়। সেটা যত কঠিনই হোক না কেন। আমার মনে হয়েছিল, আমি খেলতে পারব, বোলিং করতে পারব, শেষ পর্যন্ত মাঠে থাকতে পারব, তাই আমার চেষ্টা করা উচিত। আমাকে প্রস্তুত করতে এবং দলের হয়ে পারফর্ম করতে ফিজিও দারুণ কাজ করেছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।