ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে ৯২ বছরে ভারতের ‘প্রথম’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বাংলাদেশকে হারিয়ে ৯২ বছরে ভারতের ‘প্রথম’

টেস্ট ক্রিকেটে ভারত প্রথম পা রাখে ১৯৩২ সালে। সি. কে. নায়ডুর নেতৃত্বে সেই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৮ রানে হারে তারা।

এরপর টানা ৯২ বছর টেস্ট ইতিহাসে জয় থেকে হারের পাল্লাটাই ভারী হয়ে এসেছে তাদের। তবে আজ চেন্নাই টেস্টে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সাদা পোশাকে তাদের জয়ের সংখ্যা হারের সংখ্যার চেয়ে ওপরে উঠেছে।  

৫৮০ ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটে আজ ভারতের জয়টি ১৭৯তম। এছাড়া ২২২ ম্যাচে ড্র করেছে তারা এবং হেরেছে ১৭৮ ম্যাচে।

জয়-হারের এই ব্যবধানে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ৮৬৬ ম্যাচ খেলে ৪১৪ ম্যাচে জয় পেয়েছে তারা। হেরেছে ২৩২ ম্যাচে ও ড্র করেছে ২১৮ ম্যাচে। ১০৭৭ ম্যাচ খেলে ইংল্যান্ডের জয় ৩৯৭ ম্যাচ, হার ৩২৫ ম্যাচ ও ড্র ৩৫৫ ম্যাচে।  

দক্ষিণ আফ্রিকা ৪৬৬ ম্যাচ খেলে ভারতের সমান ১৭৯ ম্যাচে জয়, ১৭৮ ম্যাচে হার ও ১২৬ ম্যাচে ড্রয়ের স্বাদ পেয়েছে। এছাড়া পাকিস্তান ৪৫৮ ম্যাচে খেলে জিতেছে ১৪৮ ম্যাচে, হেরেছে ১৪৪ ম্যাচে ও ড্র করেছে ১৬৬ ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এএইচএস

  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।