রোমাঞ্চের আভাস দিয়ে শেষ হলো গল টেস্টের চতুর্থ দিন। অবশ্য জয়ের পাল্লাটা স্বাগতিক শ্রীলঙ্কার দিকেই ঝুঁকে আছে বেশি।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু লাঞ্চের আগেই এজাজ প্যাটেলের ঘূর্ণিতে কাবু হয়ে গুটিয়ে যায় ৩০৯ রানে। ৯০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন এজাজ। দিমুথ করুনারত্নে (৮৩) ও দীনেশ চান্দিমালের (৬১) পর ফিফটির দেখা পান অ্যাঞ্জেলো ম্যাথিউসও (৫০)।
২৭৫ রানের লক্ষ্য পেয়ে শুরুটা ভালো হয়নি কিউইদের। ৬ রানেই হারায় ওপেনার ডেভন কনওয়েকে। অভিজ্ঞ কেইন উইলিয়ামসনও (৩০) থিতু হতে পারেননি বেশিক্ষণ। চারে নেমে রাচিন একপ্রান্ত থেকে কেবল আসা যাওয়ার মিছিল দেখছেন। মাঝখানে অবশ্য পঞ্চম উইকেট জুটিতে ৫৬ রান যোগ করেন টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে। কিন্তু ব্লান্ডেল করতে পারেন কেবল ৩০ রানই।
এরপর গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও অধিনায়ক টিম সাউদিও বিদায় নেন দ্রুতই। এজাজকে সঙ্গে নিয়ে দিনটা পার করে দেন রাচিন। দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২০৭ রান। যদিও আধা ঘণ্টা সময় বাড়তি খেলার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু রোমাঞ্চ জমিয়ে রেখে সকালেই কাজটা সারতে চান লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
রাচিন ৯১ ও এজাজ অপরাজিত আছেন শূন্য রানে। স্বাগতিকদের হয়ে তিনটি করে উইকেট নেন প্রভাত জয়সুরিয়া ও রমেশ মেন্ডিস।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এএইচএস