ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচের দিন হিন্দু মহাসভার ‘ধর্মঘট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচের দিন হিন্দু মহাসভার ‘ধর্মঘট’

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ ওঠে ভারতে। এ নিয়ে দেশটির কিছু গণমাধ্যম ভুল তথ্যও প্রকাশ করে।

যে কারণে দেশটির একটি ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট বাতিলের হুমকি দেয়।  

কিন্তু হিন্দু মহাসভার এই হুমকি আমলে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার তারা ডাক দিয়েছেন নতুন কর্মসূচির। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি বাতিল করার জন্য ‘বন্ধ’ অর্থাৎ ধর্মঘট ডেকেছে তারা। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি না হতেই এমন কর্মসূচি তাদের।  

সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধ ডাক দিয়েছে। তবে নিত্য-প্রয়োজনীয় কর্মসূচি আওতামুক্ত। ’ গতকাল অবশ্য এর প্রতিক্রিয়া দেখায় তারা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হওয়ার কথা দ্বিতীয় টেস্ট। সেখানে এক রাস্তায় আগুণ জ্বালিয়ে প্রতিবাদ করে হিন্দু মহাসভার লোকজন।  

যে কারণে সংগঠনটির ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এছাড়া ২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়। প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।