ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি দেশে ফিরবেন? ফিরলেও দেশের মাটিতে তিনি খেলতে পারবেন কি না? কারণ, একে তো তিনি ছিলেন ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সংসদ সদস্য; তার ওপর আবার তিনি হত্যা মামলার আসামি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ বিলুপ্ত হয়েছে।
গ্রেপ্তারের শঙ্কা মাথায় নিয়ে সাকিব কি দেশে ফিরবেন? বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস মনে করেন, সাকিবের বাংলাদেশে আসতে কিংবা খেলতে কোনো সমস্যা হবে না। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নাফীস বলেন, ‘সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। ’
ভারত সফর শেষ করে বাংলাদেশ দল নিজেদের ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে নাফীস জানান, সাকিবের যদি চোট বা নির্বাচনজনিত কোনো সমস্যা না থাকে, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের অবস্থান খুব স্পষ্ট। চোটের সমস্যা এবং নির্বাচনজনিত কোনো ইস্যু না থাকলে, এখন পর্যন্ত সাকিবের ঘরের মাঠে সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখি না। ’
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমএইচএম