ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্নীতিবিরোধী নীতি ভেঙে নিষিদ্ধ লঙ্কান স্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
দুর্নীতিবিরোধী নীতি ভেঙে নিষিদ্ধ লঙ্কান স্পিনার

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে এক বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। সংস্থাটির দুর্নীতিবিরোধী নীতিমালা ভাঙায় তার এ শাস্তি হয়েছে।

জয়াবিক্রমার মোট শাস্তি এক বছরের হলেও শেষ ছয় মাস স্থগিত করা হয়েছে। কারণ তিনি দায় স্বীকার করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা এবং আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেওয়ার বিবরণ দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ছিল জয়াবিক্রমার বিরুদ্ধে। এসবের পাশাপাশি তার বিরুদ্ধে ফিক্সিং-বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও ছিল।

আগস্টে আইসিসি জয়বিক্রমার বিরুদ্ধে দুটি কোড লঙ্ঘনের অভিযোগ আনে। এসব অভিযোগের জবাব দেওয়ার জন্য জয়াবিক্রমাকে ১৪ দিন সময় দিয়েছিল আইসিসি, যা শুরু হয় ৬ আগস্ট, শেষ হয় ২০ আগস্ট।

তিনি দুর্নীতিবিরোধী অনুচ্ছেদ ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকার করেছেন। যে ধারায় বলা হয়েছে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে দ্রুত সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা।

২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়ার পর, জয়াবিক্রমা পাঁচটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে।

এলপিএল ২০২১ সালে জয়াবিক্রমা জাফনা কিংসের হয়ে খেলেছেন। সে মৌসুমে ১টি ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছিলেন। এই বছর তিনি ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।