ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড ৮০০ করে, বাংলাদেশও হারিয়েছে— পাকিস্তানকে নিয়ে শোয়েবের হতাশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
ইংল্যান্ড ৮০০ করে, বাংলাদেশও হারিয়েছে— পাকিস্তানকে নিয়ে শোয়েবের হতাশা

টেস্ট ক্রিকেটে বাজে সময় পার করছে পাকিস্তান। এমনকি ঘরের মাটিতেও জয়ের স্বাদ পাচ্ছে না।

সম্প্রতি বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। এরপর মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের। যা টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।

এমন নাজুক পারফরম্যান্স একরাশ হতাশা এনে দিয়েছে দলটির সাবেক পেসার শোয়েব আখতারের মনে। তাই টিভি চ্যানেলে বসে করলেন তীব্র সমালোচনা।

পিটিভি স্পোর্টসে তিনি বলেন, ‘যেমন কর্ম, তেমন ফল। এক দশক ধরে আমি এই অধঃপতন দেখছি। পরিস্থিতি হতাশাজনক। হেরে যাওয়াটা ঠিক আছে, কিন্তু খেলায় প্রতিন্দ্বন্দ্বিতা থাকা উচিত। তবে গত দুদিনে আমরা যা দেখেছি, তারা পুরোপুরি আশা ছেড়ে দিয়েছে। এটা দেখিয়ে দেয় আমরা যথেষ্ট ভালো নই। ইংল্যান্ড ৮০০ করে এবং বাংলাদেশও হারায়। ’

‘সমর্থকরা বলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা উচিত। আমি কিছু মন্তব্য দেখেছি, আইসিসি ভাবছে , পাকিস্তানে দল পাঠিয়ে তাদের টেস্ট স্ট্যাটাস বাঁচিয়ে রাখা উচিত হবে কি না। এটা সত্যিই হতাশাজনক। পাকিস্তান ক্রিকেট, ভক্ত ও আগামীর প্রতিভাবানরা ক্ষতির মুখে পড়বে এতে। এমন বিশৃঙ্খলার সমাধান করতে আমি পিসিবিকে অনুরোধ করছি। ’

মুলতান টেস্টের মধ্য দিয়ে চার বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন শান মাসুদ। কিন্তু তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ শোয়েবের কাছে।

তিনি বলেন, ‘যদিও অধিনায়ক ও ম্যানেজমেন্ট দুর্বল থাকে, তাহলে দলে গ্রুপিং হবে। অধিনায়ক স্বার্থপর হলে, গ্রুপিং হবে। কোচরা যদি অধিনায়ককে নিয়ে ভয়ে থাকে, সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। দল নির্বাচনের ক্ষেত্রে অধিনায়কই সিদ্ধান্ত নিয়ে থাকে। আমার খেলার দিন থেকেই এই সংস্কৃতি চলছে। ’

এদিকে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।