ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ছয় হাজারি ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ছয় হাজারি ক্লাবে মুশফিক

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় টপকাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তবে দলের বিপদে হাল ধরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম।

এর মধ্যে মুশফিক একটি মাইলফলকও স্পর্শ করেছেন। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩০৮ রানে থামার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে ৪৯ বলে ২৩ রান করে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বিদায় নেওয়ার পর ক্রিজে নেমে ওপেনার জয়কে সঙ্গে নিয়ে দলকে ১০০ পার করার মুশফিক। এরমধ্যেই ছয় হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। ম্যাচটি খেলার আগে এই মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ৩৯ রানের। প্রথম ইনিংসে মাত্র ১১ রান করা মুশফিক আজ সেই মাইলফলক পার করেছেন।  

ছয় হাজার রান করতে মুশফিককে ৯১ টেস্ট ম্যাচের ১৭২ ইনিংস খেলতে হয়েছে। তিনি ছাড়া বাংলাদেশের জার্সিতে টেস্টে ছয় হাজার রানের ধারেকাছেও নেই আর কেউই। দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৭০ ম্যাচে ৫ হাজার ১৩৪ রান। আর ৪ হাজার ৬০৯ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। চারে থাকা মুমিনুল হক ৬৬ ম্যাচে রান করেছেন ৪ হাজার ২৬৯।

আরও একটি মাইলফলক গড়ার পথে রয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রান করতে যাচ্ছেন তিনি। এজন্য মিরপুর টেস্টে তাকে করতে হবে ৪৪ রান। দুই ইনিংস মিলিয়ে তার রান এখন পর্যন্ত ৪২। কাল মাত্র ২ রান করলেই তিনি গড়ে ফেলবেন সেই কীর্তিও।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।