ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রেহানসহ তিন স্পিনার নিয়ে রাওয়ালপিন্ডিতে খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
রেহানসহ তিন স্পিনার নিয়ে রাওয়ালপিন্ডিতে খেলবে ইংল্যান্ড

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। এই টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।

আগের ম্যাচের উইকেট পর্যালোচনা করে এই ম্যাচের একাদশে রাখা ইংলিশরা তিন স্পিনার রেখেছে। মুলতান টেস্টে থাকা দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচের সঙ্গে খেলবেন লেগ স্পিনার রেহান আহমেদও।

প্রথম টেস্টে মুলতানে হারের পর দ্বিতীয়টিতে কামব্যাক করে পাকিস্তান। স্পিন সহায়ক উইকেট বানিয়ে পরেরটি জিতে নেয় তারা। ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ম্যাচটি হবে তাই নির্ধারণী ম্যাচ। যে উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে ইংল্যান্ড। তাইতো আগের ম্যাচের মতো স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে স্পিনার নিয়ে এসেছে ইংল্যান্ড।

আগের ম্যাচে খেলা দুই পেসার ব্রায়ডন কার্স ও ম্যাথু পটস থাকছেন না রাওয়ালপিন্ডি টেস্টে। তবে ফিরেছেন গুস অ্যাটকিনসন। এছাড়া পেসার হিসেবে আছেন অধিনায়ক বেন স্টোকসও। এদিকে স্পিনার বেশি নেওয়ার ব্যাপারে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক বিবিসিকে বলেন, ‘এখানে সম্ভবত সুইং ও সিম (মুভমেন্ট) পাওয়া যাবে না। পিচ দেখার আমরা ভেবেছি কীভাবে সেরা দল নিয়ে মাঠে নামা যাবে। ’

রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), গুস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ ও শোয়েব বশির।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।