ঢাকা, শুক্রবার, ৯ কার্তিক ১৪৩১, ২৫ অক্টোবর ২০২৪, ২১ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাজিদের ৬ উইকেটের পরও শেষটা ভালো হয়নি পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
সাজিদের ৬ উইকেটের পরও শেষটা ভালো হয়নি পাকিস্তানের

দলের একমাত্র পেসার আমের জামাল। কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়েরই সুযোগ পাননি।

মনে হচ্ছিল সাজিদ খান ও নোমান আলীই চালিয়ে যাবেন। পরে অবশ্য আগা সালমান ও জাহিদ মাহমুদও হাত ঘোরান। তবে ৬ উইকেট নিয়ে আলো কেড়ে নেন সাজিদ।

স্পিনারদের এমন দারুণ পারফরম্যান্সের পর প্রথম দিনটি ভাগাভাগি করতে হলো পাকিস্তানকে। ইংল্যান্ডকে ২৬৭ রানে গুটিয়ে দেওয়ার পর ৩ উইকেটে ৭৩ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। অধিনায়ক শান মাসুদ ১৬ ও সৌদ শাকিল ১৬ রানে অপরাজিত আছেন।

টস জিতে অবশ্য ইংল্যান্ডই আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫৬ রানের উদ্বোধনী জুটির পর বিদায় নেন জ্যাক ক্রলি (২৯)। তবে আরেক ওপেনার বেন ডাকেট (৫২) তুলে নেন ফিফটি। কিন্তু ক্রলির মতো তাকেও নিজের শিকারে পরিণত করেন নোমান আলী। পরে সাজিদ খানের ঘূর্ণিতে মিডল অর্ডারের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি।

সপ্তম উইকেট গাস অ্যাটকিনসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ। দুজনের পাল্টা আক্রমণে রানের গতিও বাড়তে থাকে। স্মিথ অবশ্য একটু বেশিই আগ্রাসী ছিলেন। অ্যাটকিনসন (৩৬) নোমানের বলে নোমানকেই ক্যাচ দিলে ভাঙে ১০৫ রানের এই জুটি।  

ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়ে সেটিকে অবশ্য সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি স্মিথ। ১১৯ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮৯ রানে জাহিদের শিকার হয়ে ফেরেন তিনি। পাকিস্তানের হয়ে ৬ উইকেট নিতে ১২৮ রান খরচ করেন সাজিদ।

পরে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে পাকিস্তানও। ৪৬ রানের ভেতরই আব্দুল্লাহ শফিক (১৪), সায়েম আইয়ুব (১৯) ও কামরান গুলামকে (৩) হারায় তারা। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জ্যাক লিচ, অ্যাটকিনসন ও শোয়েব বশির।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।