ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম টেস্ট থেকেও ছিটকে গেলেন বাভুমা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
চট্টগ্রাম টেস্ট থেকেও ছিটকে গেলেন বাভুমা

বাঁ হাতের কনুইয়ের চোটে বাংলাদেশ সফরের মিরপুর টেস্টে খেলতে পারেননি টেম্বা বাভুমা। এবার একই কারণে চট্টগ্রাম টেস্ট থেকেও ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার টেস্ট কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ইনজুরি থেকে সেরে ওঠার পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বাভুমা। ধারণা করা হচ্ছিল, ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেই তাকে পাবে প্রোটিয়ারা। কিন্তু তা আর হচ্ছে না। দ্বিতীয় টেস্টের আগে খেলার মতো ফিট হওয়ার সম্ভাবনা নেই তার।

বাভুমার অনুপস্থিতিতে এইডেন মার্করামের হাতেই থাকছে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব। এর আগে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্বামী, লুঙ্গি এনগিডি, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে, ড্যান পিটারসন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমএইচএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।