ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শান্তই অধিনায়ক থাকছেন, আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
শান্তই অধিনায়ক থাকছেন, আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই খবর বের হয়, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান নাজমুল হোসেন শান্ত। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজই হওয়ার কথা ছিল তার জন্য শেষ।

তবে শান্তকে অধিনায়ক করেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।  

এই সিরিজে সহ অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে থাকছেন না লিটন কুমার দাস। জ্বরে ভোগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশেও ছিলেন না তিনি। ওই অসুস্থতা থেকে সেরে না উঠায় আফগানদের বিপক্ষে নেই এই উইকেটরক্ষক ব্যাটার

টেস্ট স্কোয়াডে বেশ কিছুদিন ধরে নিয়মিত নাহিদ রানা এবার সুযোগ পেয়েছেন ওয়ানডেতেও। এই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে নাসুম আহমেদকে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম সুযোগ পেলেন তিনি।  

আগামী শনি ও রোববার দুই ভাগ হয়ে দুবাইয়ে রওনা হবে বাংলাদেশ দল। ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ খেলবে দুই দল।

আফগানিস্তান সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।