ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব ইস্যুতে ‘বিসিবি সিদ্ধান্ত নেবে’, বলছেন হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
অধিনায়কত্ব ইস্যুতে ‘বিসিবি সিদ্ধান্ত নেবে’, বলছেন হৃদয়

বাংলাদেশ দলের অধিনায়কত্বের ‘মিউজিক্যাল চেয়ার’ নতুন করে আলোচনায়। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই।

তিন ফরম্যাটের দায়িত্বই ছাড়ার ইচ্ছে ছিল তার।  

যদিও শান্তকে অধিনায়ক রেখেই আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি যখন অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছেন, তখন টি-টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে শোনা গিয়েছিল তাওহীদ হৃদয়ের নাম।  

আজ শনিবার মিরপুরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই ব্যাটার। হৃদয় বলেন, ‘এই (অধিনায়কত্ব) ব্যাপারটা নিয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে, এটা আমার হাতে কিছু না। আমি মনে করি, এই সিদ্ধান্তটা শুধু আমার বা দু-এক জনের দ্বারা হবে না। এটা পুরা বিসিবির যারা আছেন দায়িত্বে তারা ভালো জানবেন। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা। ’

কিন্তু তিনি তৈরি কি না? এই প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে। ওটাতেই মনোযোগ দিতে চাচ্ছি। ’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার আগে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগামী ৬, ৯ ও ১১ অক্টোবর হবে তিন ম্যাচ। এই সিরিজে ভালো কিছু করার আশার কথাই জানিয়েছেন হৃদয়।  

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা ভালো করব। এই ফরম্যাটে আমরা ভালো খেলে থাকি, অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমরা যদি সামর্থ অনুযায়ী খেলতে পারি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।