ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লজ্জার হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে পিছিয়ে পড়ল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
লজ্জার হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে পিছিয়ে পড়ল ভারত সংগৃহীত ছবি

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবেছে ভারত। ৩-০ ব্যবধানে সিরিজ হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও পিছিয়ে পড়েছে রোহিতবাহিনী।

এক মাস আগেও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে ছিল ভারত। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধানও বাড়ছিল। স্বাভাবিকভাবেই আসরের ফাইনালে চোখ রেখেছি ভারতীয় দল। কিন্তু কিউইদের কাছে সিরিজ হারের পর দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। আর তাতে শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। সামনে এই অজিদের মাঠেই খেলতে যাবে গৌতম গম্ভীরের শিষ্যরা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলে ৮টিতে জিতেছে অস্ট্রেলিয়া। হেরেছে ৩টিতে এবং ১টি ড্র। অজিদের পয়েন্ট ৯০। পয়েন্টের হার ৬২.৫০ শতাংশ। আর ভারত এখন পর্যন্ত ১৪ টেস্টের ৮টিতে জিতেছে, হেরেছে ৫টিতে, ড্র একটি। তাদের পয়েন্ট ৯৮, পয়েন্টের হার ৫৮.৩৩ শতাংশ। এখন তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬ শতাংশ।

প্রথম দল হিসেবে ভারতের মাটিতে তাদেরকেই তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করা নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১১টি টেস্টের ৬টিতে জয় পেয়েছে। হেরেছে ৫টিতে। তাদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। শ্রীলঙ্কার পরেই অর্থাৎ চারে আছেন টম ল্যাথামরা। ভারতের সামনে অবশ্য এখনও আসরের ফাইনাল খেলার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজ জিততে হবে তাদের। কিন্তু এবার কাজটা বেশ কঠিনই হবে তাদের জন্য।  

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ডের পরেই আছে সদ্যই বাংলাদেশকে দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই করা দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচের চারটিতে জেতা এই দলের পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ ৫৪.১৭। ছয়ে অবস্থান ইংল্যান্ডের। তাদের পয়েন্ট ৯৩। কিন্তু পয়েন্টের শতাংশ ৪০.৭৯। এরপর আছে পাকিস্তান। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। পয়েন্টের শতাংশ ৩৩.৩৩।  

আট নম্বরে আছে ভারত ও দক্ষিকার আফ্রিকার কাছে সিরিজ হারা বাংলাদেশ। ১০ ম্যাচের ৩টিতে জয় ও ৭টিতে হেরে যাওয়া দলটির পয়েন্ট ৩৩। পয়েন্টের শতাংশ ২৭.৫০। আর ৯ ম্যাচের মাত্র ১টিতে জেতা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২০, পয়েন্টের শতাংশ ১৮.৫২। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে আসরের ফাইনালে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।