ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থতার দায় নিলেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ব্যর্থতার দায় নিলেন রোহিত

ঘরের মাঠে বাংলাদেশকে ধবলধোলাই করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ভারত। কিন্তু উড়তে থাকা দলটিকে মাটিতে নামিয়েছে নিউজিল্যান্ড।

এমনকি ভারতকে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবিয়েছে কিউইরা। দলের এমন ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এই সিরিজের আগে ভারতের মাটিতে কোনো টেস্ট জয়ের স্বাদ পায়নি নিউজিল্যান্ড। ঘরের মাটিতে অপ্রতিদ্বন্দ্বী ভারতকে সিরিজের প্রথম টেস্টে হারিয়ে সেই স্বাদ পেয়ে যায় কিউইরা। এরপর আরও দুই টেস্টে হারিয়ে ধবলধোলাইয়ের ইতিহাস গড়ে তারা। এই প্রথম তিন বা তার বেশি ম্যাচের টেস্টে সিরিজে কোনো দল ভারতকে এমন তিক্ত স্বাদ উপহার দিল।  

লজ্জার সিরিজ হারের পর চারদিক থেকে সমালোচনার কাঁটায় বিদ্ধ হচ্ছে ভারতীয় দল। তবে দলের ব্যর্থতার পুরো দায় নিজের ওপর চাপিয়েছেন অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, 'এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। ঘরের মাঠে তিন ম্যাচ হারের সব দায় আমি নিচ্ছি। অধিনায়ক হিসেবে দলকে ঠিকভাবে নেতৃত্ব দিতে পারিনি আমি। ব্যাট হাতেও নিজের সেরা ফর্মে ছিলাম না। '

তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন রোহিত। ছয় ইনিংসে মাত্র ১টি ফিফটি পেয়েছেন তিনি। বাকি পাঁচ ম্যাচে তার ইনিংস ছিল- ২, ০, ৮, ১৮ ও ১১। দলের বাই ব্যাটারদের অবস্থাও বেশ সঙ্গিন। সিরিজ হারের পর এবার অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। যেখানে খেলবে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের ওপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল-ভাগ্য। কিউইদের কাছে হেরে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান থেকে দুইয়ে নেমে গেছে ভারত। আসন্ন সিরিজে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আছে শীর্ষে। সিরিজটি না জিতলে ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে তাদের।

অস্ট্রেলিয়া সফর যে সহজ হবে না, তা মানছেন রোহিতও। তবে সর্বশেষ সফরের সাফল্য থেকে আত্মবিশ্বাস খুঁজছেন তিনি, 'অস্ট্রেলিয়ায় খেলা সহজ হবে না। তবে সর্বশেষ দুই সফর থেকে আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছি। ' 

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।