ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সৌম্য-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
সৌম্য-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হারের পর সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শারজাহতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা মন্দ করেনি।

যদিও হারাতে হয়েছে তানজিদ হাসান তামিমের উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে টাইগাররা। সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দুজনেই ২০ রানে ব্যাট করছেন।

আফগানিস্তানের হয়ে প্রথম ওভার করতে আসা ফজল হক ফারুকির দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খোলেন তানজিদ। ইঙ্গিত দিচ্ছিলেন আগ্রাসী ব্যাটিংয়ের। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলে ছক্কা মেরে পরের বলে আল্লাহ গজনফরের শিকার হন তিনি। ক্যারম ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে থাকা মোহাম্মদ নবির হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। তাই ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২২ রানে ফিরতে হয় তাকে।

পাওয়ার প্লের বাকিটা সময় অবশ্য আর কোনো বিপদ ঘটতে দেননি সৌম্য ও শান্ত। হাল ধরে ওভারপ্রতি রানরেটও ছয়ের আশেপাশে রাখেন তারা।  

এদিকে এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে জাকের আলী। মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে ঢুকেছেন তিনি। এছাড়া রিশাদ হোসেনের জায়গায় এসেছেন নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।