ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত!

পাকিস্তানে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টে ভারত আগে থেকেই না যাওয়ার কথা জানিয়ে দেয়। এবারও হয়নি তার ব্যতিক্রম।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেখানে খেলতে যাবে না ভারত, এমন খবরই প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

তাদের করার প্রতিবেদন থেকে জানা যায়, ইতোমধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না যাওয়ার বিষয়টি আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। দল পাঠাতে বিসিসিআইকে নিষেধ করেছে ভারত সরকার।

পাকিস্তানে যদি ভারত না যায় সেক্ষেত্রে ‘হাইব্রিড মডেল’ ফলো করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এভাবে অবশ্য টুর্নামেন্ট আয়োজন করবেন না বলে জানিয়েছেন দেশটির বোর্ড সভাপতি মহসিন নাকভি। তার ভাষ্য, ‘এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি। এমন টুর্নামেন্ট আয়োজন করতেও আমরা রাজি নই। ভারতীয় গণমাধ্যমে এমনটা বলা হলেও পিসিবির কাছে (ভারত) আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। ’

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ৯ মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামার কথা আসরটির।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।