ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাচসেরা হয়েও খুশি নন শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ম্যাচসেরা হয়েও খুশি নন শান্ত

দলের প্রয়োজনের সময় ধরেছিলেন হাল। ধীরগতির ইনিংসও পরে দলের জন্য হয়েছে কার্যকরী।

১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হয়েছেন ম্যাচসেরাও। যদিও তিনি আউট হওয়ার পর বেশ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।  

কিন্তু শেষদিকে রান করে দলকে ভালো সংগ্রহ এনে দেন অভিষিক্ত জাকের আলি ও নাসুম আহমেদ। ওই পুঁজি নিয়ে আফগানিস্তানকে হারিয়ে দুই ম্যাচ সিরিজে সমতাও ফিরিয়েছে বাংলাদেশ। তবে নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক শান্ত।  

তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুশি নই। আমার আরেকটু লম্বা সময় ব্যাট করা দরকার ছিল। কারণ, উইকেট বেশ কঠিন ছিল ব্যাটিংয়ের জন্য, বিশেষ করে স্পিনের বিপক্ষে। আমার তাই আরও সময় ক্রিজে টিকে থাকা দরকার ছিল। তবে যেভাবে ইনিংস শুরু করেছিলাম, তাতে খুশি ছিলাম। ’

আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান করে বাংলাদেশ। ওই রান তাড়ায় নেমে ১৮৪ রানে অলআউট হয়ে যায় আফগানরা। নিজের ব্যাটিং নিয়ে খুশি না হলেও দলের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শান্ত।  

তিনি বলেন, ‘মিরাজ ও নাসুম যেভাবে বল করেছে, ওদেরকে কৃতিত্ব দিতেই হবে। বোলিংয়ে আমরা যেভাবে শুরু করেছি, নতুন বলে তাসকিন আবারও গুরবাজকে আউট করেছে, সে গুরুত্বপূর্ণ ব্যাটার (আফগানিস্তানের জন্য)। সব মিলিয়ে ব্যাটিং আর বোলিং গ্রুপ ভালো করেছে। ’

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।