ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটে-বলে দুর্দান্ত আরিফুল, রাজশাহীকে হারিয়ে শীর্ষে রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ব্যাটে-বলে দুর্দান্ত আরিফুল, রাজশাহীকে হারিয়ে শীর্ষে রংপুর

প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আরিফুল হক। এরপর বল হাতেও ঝলক দেখালেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আর তাতে ভর করে রাজশাহীকে সহজেই হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো রংপুর।

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ রাজশাহীকে ১০১ রানে হারিয়েছে আকবর আলির দল। রাজশাহীর ঘরের মাঠ শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ২৬৩ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাবে রাজশাহী থামে ১৬১ রানে।  

এটি মৌসুমে রংপুরের দ্বিতীয় জয়। এছাড়া একটি ড্র মিলিয়ে তাদের মোট পয়েন্ট এখন ১৯, যা তাদের শীর্ষে তুলে এনেছে। তবে চতুর্থ রাউন্ডে তাদের টপকে যেতে পারে সিলেট ও ঢাকা মেট্রো। আর ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে রাজশাহী।

আজ শেষ দিন জয়ের জন্য ৪ উইকেট দরকার ছিল রংপুরের। যা প্রথম সেশনেই তুলে নেয় তারা। দিনের দ্বিতীয় ওভারে রবিউল হক ফেরান এসএম মেহেরব হাসানকে। তবে অভিষিক্ত গোলাম কিবরিয়াকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে রাজশাহীকে আশা দেখাচ্ছিলেন অধিনায়ক সানজামুল ইসলাম।  

কিন্তু চার বলের মধ্যে দুজনেই ফিরলে শেষ হয়ে যায় রাজশাহীর প্রতিরোধ। ৬৫ বলে ৫৬ রান করেন কিবরিয়া। আর সানজামুল ৪৮ বলে করেন ২৩ রান। রংপুরের আরিফুল বল হাতে ৩ উইকেট নেন। তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।