ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘রোমাঞ্চকর প্রতিভা’ রানাকে আরও ভালো বোলার বানাতে চান সিমন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
‘রোমাঞ্চকর প্রতিভা’ রানাকে আরও ভালো বোলার বানাতে চান সিমন্স

ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে জাতীয় দলে সুযোগ পান নাহিদ রানা। এরপর নিয়মিত গতির ঝলক দেখাচ্ছেন তিনি।

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতার পেছনে তার গতি আর সুইংয়ের বড় ভূমিকা ছিল।  

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জার্সি গায়ে জড়ানো রানার গতকাল শারজায় ওয়ানডে অভিষেক হয়েছে। এখানেও দেখা গেছে তার গতির জাদু। আফগানদের কাছে সিরিজ হারার ম্যাচে সুযোগ পেয়ে ঘণ্টায় ১৫০ কি.মি. গতি তুলেছেন এই ২২ বছর বয়সী ফাস্ট বোলার।  

গড়ে ১৪৫ কি.মি.-এর আশেপাশে গতি তোলা রানার বলে বোল্ড হন আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। বলটির গতি ছিল ১৪৭ কি.মি.। পরে গুলবাদিন নাইব উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। সবমিলিয়ে ১০ ওভারে ৪০ রান খরচে ২ উইকেট নেন রানা। এর মধ্যে একটি ওভার আবার মেডেন।

অভিষেক ম্যাচে রানার পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ম্যাচ শেষে ক্যারিবীয় এই কোচ বলেন, 'রানা অবিশ্বাস্য বোলিং করেছে। গতি বাজারে কিনতে পাওয়া যায় না। রানার এই গতি প্রকৃতিপ্রদত্ত। আমরা তাকে আরও বোলার বানানোর চেষ্টা করবো। সে রোমাঞ্চকর এক প্রতিভা। '

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।