ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির মাসসেরা হয়ে সাকিবকে পেছনে ফেললেন নোমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আইসিসির মাসসেরা হয়ে সাকিবকে পেছনে ফেললেন নোমান

হাড্ডাহাড্ডি লড়াই শেষে আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী। সেই সঙ্গে সাকিব আল হাসানের সবচেয়ে বেশি বয়সে মাসসেরা হওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

আজ অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেখানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে পুরস্কারটি নিজের করে নেন নোমান।  

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জেতে পাকিস্তান। এর মধ্যে দুই ম্যাচে সুযোগ পেয়েই বাঁহাতি স্পিনে ২০ উইকেট নেন নোমান আলী। বোলিং গড় মাত্র ১৩.৮৫।  

ওই দুই ম্যাচের পারফরম্যান্সের জোরেই মাসসেরার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলেছেন নোমান। মাত্র দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে মাসসেরা হলেন নোমান। এর আগে গত আসস্টে প্রথম পাকিস্তানি হিসেবে জেতেন বাবর আজম।

মাসসেরা হয়ে আরও একটি কীর্তি গড়েন নোমান। আইসিসির মাসসেরা পুরস্কার পাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের রেকর্ড এখন তার। তার বয়স ৩৮-এর বেশি। এর আগে রেকর্ডটি ছিল সাকিবের দখলে। ২০২৩ সালের মার্চে ৩৬ বছর বয়সে মাসসেরা হয়েছিলেন সাকিব।

বয়সের কারণেই এতদিন নোমানের কথা ভুলতেই বসেছিলেন অনেকে। জাতীয় দলের বাইরেও ছিলেন অনেকদিন। কিন্তু তার এবারের ফেরাটা হয়েছে দুর্দান্ত। সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রানে ১১ উইকেট নেওয়ার পর তৃতীয় ও শেষ ম্যাচে ১৩০ রানে নেন ৯ উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টের এক ইনিংসে ৪৬ রানে ৮ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।  

রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টে বল হাতে ঘূর্ণিজাদু দেখানোর পাশাপাশি ব্যাট হাতেও কার্যকারিতা দেখান নোমান। পাকিস্তান ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর নয়ে নেমে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। আর তাতে ৭৭ রানের লিড পায় পাকিস্তান। পরে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ১১২ রানেই আটকে দেওয়ায় বড় ভূমিকা রাখেন নোমান। ম্যাচটি ৯ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।