সবসময়ই নীল জার্সিতে দেখা যায় রংপুর রাইডার্সকে। অনুশীলনেও দেখা যায় কাছাকাছি রঙের কিছুই।
বাংলাদেশ ছাপিয়ে রংপুর এখন যাচ্ছে বিশ্বমঞ্চে। গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারা। এর সঙ্গে যুগ হয়েছে জুলাইয়ের ছাত্র-জনতা অভ্যূত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন। এই জার্সি দিয়ে মূলত গ্লোবাল লিগে সারাদেশের মানুষের সমর্থনও চায় রংপুর। এ নিয়ে বৃহস্পতিবার মিরপুরে কথা বলেন ফ্র্যাঞ্চাইটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম।
তিনি বলেন, ‘আপনারা যেমন দেখতে পাচ্ছেন, লাল ও সবুজ। আমরা সাধারণত রংপুর রাইডার্সে নীল থিমে জার্সি পরি। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অন্তত আমাদের অনুশীলন জার্সিতে লাল-সবুজের দাগ থাকা উচিত।
‘নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশের পতাকাসহ অনেক মানুষ দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে। ওভাবে করে আমরা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর শুধু এখন রংপুরের দল না, পুরো বাংলাদেশের দল। ’
গ্লোবাল লিগের জন্য সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের তত্ত্ববধানে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর। আগামী ২২ নভেম্বর ক্যারিবীয়ানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে তাদের। অনুশীলন জার্সির লাল-সবুজ কি জুলাইয়ের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টাও?
তানিম বলেন, ‘আমার কাছে মনে হয় না শুধু ওটার জন্য। যেহেতু আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ফর অ্যা লার্জার পিকচার, বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে, আমরা আশা করছি যে যে পরিবর্তনটাই হবে বাংলাদেশে; সেটা ভালোর জন্য হবে। ’
‘সবমিলিয়ে আমি মনে করি আমরা এই পুরো জার্সিটাকে পুরো বাংলাদেশকে ডেডিকেট করতে চাই। বাংলাদেশের প্রতিটা কোণায় যদি এই জার্সিটা দেখে একটু হলেও রংপুরের জন্য সমর্থন আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমএইচবি/আরইউ