ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বিপিএলের থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন ড. ইউনূস

শেরে বাংলা স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে অনেকদিন ধরেই। এর মধ্যেই করা হয় বিশাল মঞ্চ।

পেছনে এলইডি স্ক্রিন আর জমকালো আলোর খেলা তো ছিলই। এসব আয়োজন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং প্রকাশের জন্য।  

থিম সিংয়ের শিরোনাম ছিল ‘আবার এলো বিপিএল’। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, এই গানের কিছু লাইন লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‍্যাপার হান্নান হোসাইন শিমুল।  

অনুষ্ঠানে উপস্থিত থেকে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন যে এবার আমাদের বিপিএল আয়োজনের সঙ্গে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূস। আমি নিজেও যখন প্রথম স্যারকে প্রস্তাব দিয়েছিলাম...(প্যারিস) অলিম্পিক-সহ বড়বড় অনেক ইভেন্টে আপনি ইনপুট দিয়ে থাকেন। তো আমাদেরকে যদি একটু দিতেন। ’

‘আমি আশা করিনি যে স্যার পার্সোনালি এতটা যুক্ত হবেন আমাদের সঙ্গে। স্যার এবং স্যারের টিম আমার চেয়েও অনেক (বেশি) যুক্ত ছিলেন এটার সঙ্গে। এমনকি স্যার কয়েকটি লাইনও লিখে দিয়েছেন থিম সংয়ের। উনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে। ’

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের গ্রাফিতিও প্রকাশ করা হয়। এ সময় বড় পর্দায় জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও স্লোগান তুলে ধরা হয়। এ বছর বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।