ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
ভারতে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব

লম্বা সময় ধরে বোলিং করে যাচ্ছিলেন সাকিব আল হাসান। কখনও সন্দেহ জাগেনি তার বোলিং অ্যাকশন নিয়ে।

কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে এই অলরাউন্ডার পড়েছিলেন বিপত্তিতে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হলে পরীক্ষা দেন তিনি। এতে হতে পারেননি উত্তীর্ণ। পরে ইসিবি থেকে তাকে দেওয়া হয় নিষেধাজ্ঞা।  

তবে সুযোগ রয়েছ সাকিবের সামনে। আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। আইসিসির বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন।  

এই সুযোগ কাজে লাগাতে উদ্যোগ নিয়েছেন সাকিব। আগামী ২১ ডিসেম্বর ভারতে ফের অ্যাকশন নিয়ে পরীক্ষার মঞ্চে বসবেন সাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে পরীক্ষার অংশ হিসেবে প্রায় দুই ঘণ্টা বোলিং করবেন বাঁহাতি এ স্পিনার। বল করার সময়ে তার শরীরে কিছু তারের সংযোগ থাকবে। সেগুলোর মাধ্যমেই পরীক্ষা সম্পন্ন হবে।  

এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ফের বোলিং করতে দেখা যাবে সাকিবকে। একইসঙ্গে বোলিং নিয়ে তাকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।