ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালোর সীমানা ছাড়িয়ে যেতে চায় টাইগাররা

আবদুল্লাহ আল মামুন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
ভালোর সীমানা ছাড়িয়ে যেতে চায় টাইগাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বিশাল পর্দায় ফুটে উঠেছে ‘কনগ্রাচুলেশনস বাংলাদেশ!’। মাঠকর্মীরা সবাই হাতে হাত রেখে আনন্দে দৌড়ে বেড়াচ্ছেন মাঠজুড়ে।

প্রেসবক্সেও চিৎকার-চেঁচামেচি। এই দৃশ্য ১১ মার্চ ২০১১ সালের। আইসিসি বিশ্বকাপের দশম আসর। খোদ ক্রিকেটের জনক ইংল্যান্ডকে হারিয়ে এমন উদ্যাপন। ‍

পেরিয়ে গেছে কাটায় কাটায় তিন বছর। আবারো আইসিসি’র বিশ্ব আসর। গ্রাউন্ড সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সময়ও সে অগ্নিঝরা মার্চ। নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।   প্রতিপক্ষ ইংল্যান্ডের মতো শক্তিশালী না হলেও প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে চমক দেখিয়েছে হিমালয়ের পাদদেশের দেশটি। রয়েছে ৯ রানে তিন উইকেট তুলে নেওয়ার মতো বোলার। খেলাটাও কিন্তু টি-টোয়েন্টি। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সন বড়ই অনিশ্চিত। কে কখন ভয়ংকর হয়ে উঠে বুঝা দায়।

বিশ্ব আসরে অভিষিক্ত নেপাল তুলনামূলক দুর্বল হলেও হেলা ফেলা করতে চান না বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,‘টি-টোয়েন্টিতে সবাই বিপদজনক। এখানে ছোট-বড় নেই। আমরা একটা ভালো জায়গায় আছি এটা ঠিক। কিন্তু টি-টোয়েন্টিতে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যে কোন একজন পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমাদের অনেক খেলোয়াড় আছে যারা চাপে থেকেও ভালো করতে পারে। ’

টানা ব্যর্থতা। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হার। সব মিলিয়ে সমালোচকরা পিছু লেগেছিল বাংলাদেশ দলের। টি-টোয়েন্টিতেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জুজুর ভয় দেখাতে শুরু করে তারা। কিন্তু টাইগাররা আফগানদের তুড়িতে উড়িয়ে দিয়ে সমালোচকদের মুখে চুনকালি মেখে দেয়। বলা যায় হংকং-নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচগুলো এখন প্র্যাকটিস মাত্র।

কিন্তু টাইগার অধিনায়ক বলেন ভিন্ন কথা। বললেন,‘গত তিন মাস আমরা না চাইলেও খারাপ খেলেছি। এখন আমরা ভালো অবস্থানে। ভালো খেলার প্রতিযোগীতাটা সবসময় থাকে। সবাই সবার জায়গায় থেকে দায়িত্ব পালন করলে দল ভালো করে। আমরা ভালোর সীমানা ছাড়িয়ে যেতে চাই। যেটা আমাদের দ্বারা সম্ভব। ’

ক্রিকেটের বিশ্ব আসরে নেপাল নতুন দল। এ দলটি নিয়ে বাংলাদেশ দলের মতো টেস্ট খেলুড়ে দলের অভিজ্ঞতা না থাকারই কথা। এমন অপরিচিত দলের বিপক্ষে মাঠে নেমে হোঁচট খাওয়ার শংকাটা থেকেই যায়। তবে বাংলাদেশ অধিনায়ক মুশফিক বললেন,‘তাদের সঙ্গে কখনো খেলিনি। কিন্তু তাদের প্রস্তুতি ম্যাচসহ কয়েকটি খেলার ফুটেজ দেখেছি। তাদের কতজন বোলার এবং কতজন ব্যাটসম্যান আছে তা আমাদের জানা আছে। তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। ’

টাইগার অধিনায়ক বলেন,‘সুপার টেনে খেলাই আমাদের লক্ষ্য। নেপালের বিপক্ষে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরাতো চাইবো দশ উইকেটে জয় তুলে নিতে। তা না পারলে বড় ব্যবধানে। তবে যে কোনো মুল্যে জয় চাই, হোক তা এক রানের। ’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নিয়ে মুশফিক বলেন,‘উইকেট যতটুকু দেখেছি তাতে মনে হচ্ছে পেস বোলাররা সুবিধা পাবে। আমাদের অভিজ্ঞ স্পিনারও রয়েছে। সাকিব-মাশরাফির মতো খেলোয়াড় দলে থাকলে কোনো শংকা নেই। তারাই দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। ’

মাশরাফিকে খেলাতে চান বলে জানালেন টাইগার অধিনায়ক। বললেন, ‘সে এখন যে অবস্থায় আছে সেরকম ফিট থাকলে মাঠে নামবে। তার বিকল্পতো আর নেই। ’

বাংলাদেশের ক্রিকেটের বহু সাফল্যের সাক্ষী চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। খ্যাতি পেয়েছে ‘লাকি গ্রাউন্ড’ হিসেবেও। এ মাঠে এ পর্যন্ত টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩০ টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত মাসে শ্রীলংকা-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে এ স্টেডিয়ামে অভিষেক হয় ক্রিকেটের এ সংক্ষিপ্ত ভার্সনের। ২০০৬ সালের ২৫ ফেব্রুয়ারী এই শ্রীলঙ্কার বিপক্ষেই তৃতীয় একদিনের ম্যাচের মধ্যেই আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করে সাগর পাড়ের এ স্টেডিয়ামটি। একদিনের ম্যাচের অভিষেকের দুইদিন পর টেস্ট অভিষেক হয় এই স্টেডিয়ামটির।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এ আসরের ৩৫টি ম্যাচের মধ্যে ১৫টি অনুষ্ঠিত হবে এ ভেন্যুতে।   আসরের প্রথম পর্বে এ ভেন্যুতে বাংলাদেশ দলের ২টি খেলা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৮ মার্চ নেপালের বিপক্ষে। ২০ মার্চ হংকংয়ের বিপক্ষে।

ক্রিকেট কখনো খালি হাতে ফেরানোর নিষ্ঠুরতা দেখায় বটে, আবার দু’হাত ভরেও দেয়। লাকি গ্রাউন্ড টাইগারদের দু’হাত ভরে দিবে এমনটিই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।