ফতুল্লা থেকে: শিরোপা ধরে রাখার লক্ষ্যে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে মোকাবিলা করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে এই ইংলিশদের বিপক্ষে ২-১ এ জেতা ক্যারিবীয়রা আবারও জয় পেল।
ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাত উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হন ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ওভারে মাইকেল ল্যাম্ব ১৪ রান তুলে নিয়ে ক্রিসমার সান্তকির বলে বোল্ড হন। ইয়ন মরগানের অপরাজিত ৪৩ (৪২) রানের সুবাদে ১৩১ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস। মঈন আলী ২২ ও রবি বোপারা ১৫ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।
ক্যারিবীয় বোলার ক্রিসমার সান্টোকি নেন তিনটি উইকেট। দুটি নেন শেলডন কোত্রেল।
ইংল্যান্ড: ১৩১/৭ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩২/৩ (১৬.১ ওভার)
ফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৭ উইকেটে
১৩২ রানের টার্গেটে খেলতে মেনে ওপেনিং জুটিতে ৭৮ রান তুলে নেন ক্যারিবীয়রা। ডোয়াইন স্মিথ ৩৬ (৩০) রান করে আউট হলেও আরেক প্রান্তে ঝড় তুলেছিলেন ক্রিস গেইল। ছয় চার আর দুই ছয়ে ৩৮ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন গেইল। ১৬ ওভার এক বল খেলেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। অপর প্রান্তে ১৫ রানে টিকে ছিলেন লেন্ডি সিমন্স।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, ১৮ মার্চ ২০১৪