ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় উইকেট পেল টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
তৃতীয় উইকেট পেল টাইগাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: প্রথম ম্যাচ জেতা দুই দল বাংলাদেশ ও নেপাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন মুশফিকুর রহিম।

মাশরাফি বিন মুর্তজা প্রথম ওভারে তিন রান দেন। দ্বিতীয় ওভারে আল-আমিন হোসেন ৮ রান দেন। অবশেষে দলীয় চতুর্থ ওভারের শেষ বলে ফরহাদ রেজাকে উইকেট দেন ওপেনার শুভাষ খাকুরেল। মিড ওভারে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাক সহজেই ক্যাচটি লুফে নেন। এই ওভারে ৫টি রান আসে। আল-আমিন দলের সপ্তম ওভারটি শুরু করেন সাগর পুনকে ফিরিয়ে। একই ওভারে জ্ঞাণেন্দ্র মাল্লাকে এলবিডব্লু করেন এই ডানহাতি।

দুদলই আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। গ্রুপে রান রেটের ব্যবধানে এখন বাংলাদেশের উপরে নেপাল।

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি মুর্তজা, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।

নেপাল: শুভাষ খাকুরেল, সাগর পুন, জ্ঞাণেন্দ্র মাল্লা, পরশ খারকা, বিনোদ ভান্ডারি, শারদ বেশকর, বসন্ত রেগমি, নরেশ বুদায়ের, শক্তি গৌচান, সোমপাল কামি, জিতেন্দ্র মুখিয়া।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।