ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এনামুল রান আউট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
এনামুল রান আউট

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: সুপার টেনে এক পা দিয়ে রাখতে নেপালের কাছে বাংলাদেশ ১২৭ রানের টার্গেট পেয়েছে। পরশ খারকা ও শারদ ভেসকর প্রতিরোধমূলক জুটি গড়েন।

তাদের পারফরমেন্সের সুবাদে নেপাল পাঁচ উইকেটে ১২৬ রান সংগ্রহ করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে বাংলাদেশ। দারুণ ব্যাটিং শুরু করেছিলেন তামিম ইকবাল ও এনামুল হক। ৪৭ বলে ৬৩ রানের জুটি গড়ে ব্যাটিং ক্রিজ ছেড়েছেন তামিম।

এনামুল পাঁচ চার ও দুই ছয়ে ৪২ রানে রান আউট হন। এর আগে তামিম দুটি চার ও এক ছয়ে ২২ বলে ৩০ রানে বসন্ত রেগমির বলে থার্ড ম্যান অঞ্চলে সাগর পুনের তালুবন্দি হন। সাব্বির রহমানের সঙ্গে ব্যাট করতে নেমেছেন সাকিব আল হাসান।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় মুশফিকুর রহিম। আল-আমিন হোসেন তার দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন। এর আগে দলীয় চতুর্থ ওভারে ফরহাদ রেজা ভাঙেন উদ্বোধনী জুটি।

ফরহাদ রেজার প্রথম ওভারে উইকেট দেন ওপেনার শুভাষ খাকুরেল (৮)। মিড ওভারে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাক সহজেই ক্যাচটি লুফে নেন।

আল-আমিন দলের সপ্তম ওভারটি শুরু করেন সাগর পুনকে ফিরিয়ে। ১২ রানে এই ওপেনার সাকিব আল হাসানের হাতে ক্যাচ তুলে দেন। ওই ওভারে জ্ঞাণেন্দ্র মাল্লাকে এলবিডব্লু করেন এই ডানহাতি পেসার। ছয় বলে দুটি বাউন্ডারিতে ১৩ রান করেন জ্ঞাণেন্দ্র।

সাকিব চার ওভারে ২২ রান দিয়ে কোনো উইকেট পাননি। ৩৯ রানে তিন উইকেট হারানোর পর ব্যাটিং ক্রিজে নামেন অধিনায়ক পরশ খারকা ও শারদ ভেসকর। ৮৫ রানের জুটি গড়েন তারা ৭৫ বলে। ৩৫ বলে পাঁচ চারে ৪১ রানে মাশরাফির কাছে বোল্ড হন খারকা। শারদ শেষ বলে ৪০ রানে রান আউট হন।   

দুদলই আগের ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে। গ্রুপে রান রেটের ব্যবধানে এখন এগিয়ে নেপাল।

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, মাশরাফি মুর্তজা, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।

নেপাল: শুভাষ খাকুরেল, সাগর পুন, জ্ঞাণেন্দ্র মাল্লা, পরশ খারকা, বিনোদ ভান্ডারি, শারদ ভেসকর, বসন্ত রেগমি, নরেশ বুদায়ের, শক্তি গৌচান, সোমপাল কামি, জিতেন্দ্র মুখিয়া।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৪, আপডেট ২১৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।