ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিজ্ঞতার অভাবকে দায়ী করছে মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
অভিজ্ঞতার অভাবকে দায়ী করছে মেয়েরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের কাছে বড় হার, ভারতের সঙ্গেও পার পেল না বাংলাদেশ। মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় ম্যাচে চেনা প্রতিদ্বন্দ্বীদের কাছে টানা ৭৯ রানের হার মানতে হলো সালমা খাতুনদের।

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বড় বড় প্রতিপক্ষের সঙ্গে লড়াকু মনোভাব না দেখার পেছনে অভিজ্ঞতাকে দায়ী করলেন দলের পেসার জাহানারা আলম।

ব্যর্থতার কথা এবার ঘুরিয়ে বললেন জাহানারা,‘আমরা যে ম্যাচ খেলেছি বলার মতো কিছু নয়। পরিকল্পনা অনুযায়ী গত কয়েকটি ম্যাচে খেলতে পারিনি, আজও খেলতে পারলাম না। মেয়েরা চেষ্টা করছে। আশা করি পরের ম্যাচে আমরা ভালো করতে পারব। ’

প্রতিপক্ষ বড় বলে আগেই দলের মধ্যে উদ্বেগ কাজ করছে কি না এমন প্রশ্নে তিনি বলেন,‘দলের মধ্যে উদ্বেগ আসার কথা নয়। মাঠে নামার আগে দুদলই সমান। ব্যাটে বলেই জবাব দেওয়ার ইচ্ছা থাকে। ওরা আসলে অভিজ্ঞতায় পার পেয়ে যাচ্ছে। ওরা আমাদের চেয়ে অনেক ম্যাচ খেলেছে। এই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি। ’

১৫২ রানের লক্ষ্যে নেমে আগেই হার মেনে যাওয়ার কথা বাংলাদেশের। একটা সম্মানজনক হারের জন্যই তখন অপেক্ষা ছিল। এনিয়ে দলের যে টার্গেট ছিল সেটাও ব্যর্থতায় শেষ হয়েছে,‘আমাদের ব্যাটিংয়ের উপর তেমন কোনো টার্গেট ছিল না। কোচ আমাদের কিছু পরিকল্পনা দিয়েছিল। কিন্তু ওইভাবেও আমরা ব্যাটিং করতে পারিনি। ’

দলের এমন পারফরমেন্সে ম্যানেজমেন্ট বা কোচের ব্যর্থতা দেখছেন না জাহানারা,‘না আমি ব্যর্থতা তাদের দিকে দিব না। তারা অনেক চেষ্টা করেছে। আমরা তিন মাস ক্যাম্প করেছি। ’

সব মিলিয়ে নিজেদের আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘাটতির কথাও তুলে ধরলেন তিনি,‘ওরা অনেক বেশি শক্তিশালী দল। সারাক্ষণ ম্যাচের মধ্যে থাকে তারা। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সঙ্গে খেলেছে। অথচ আমরা বছরে দুই কি তিনটি আন্তর্জাতিক ম্যাচ পাই। শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে খেলে আন্তর্জাতিক অভিজ্ঞতা আসে না। আসলে অভিজ্ঞতা ও ব্যাটিং ব্যর্থতায় এমনটা হচ্ছে। ’

ম্যাচে ব্যাটারদের মধ্যে কোনো স্ট্রোক দেখা যাচ্ছে না। এর পেছনে শক্তির ঘাটতির চেয়ে ট্যাকটিকসেই সমস্যা দেখছেন জাহানারা,‘শক্তির কোনো ঘাটতি নেই। ট্যাকটিকসে সমস্যা আছে। টেকনিকেও কোনো সমস্যা নেই। সালমা যেই ছক্কা মেরেছে সহজেই মেরেছে। আমাদের সবার মধ্যে সামর্থ্য আছে। শুধু কৌশলে একটু উন্নতি করতে হবে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জয়ের লক্ষ্যই থাকবে জানালেন এই পেসার,‘পরের ম্যাচে জয়ের পরিকল্পনা থাকবে। প্রত্যেক ম্যাচের আগেই আমাদের জয়ের চিন্তা থাকে। কিন্তু কোনোভাবে সেটা হচ্ছে না। আমরা সেই লক্ষ্য নিয়েই নামব। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।