ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনালটাও জিতে চান ম্যাথুস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
ফাইনালটাও জিতে চান ম্যাথুস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। হঠাৎ বৃষ্টির কারণে পথটা সহজ হয়ে গেলো লঙ্কানদের।

ক্যারিবিয়দের ফাইনালে উঠার আশা শিলা বৃষ্টির পানিতে ধুয়ে গেলো। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৭ রানে ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে আসেন এ্যাঞ্জেলো ম্যাথুস।  

শুধু সেমিফাইনাল নয় ফাইনাটও জিততে চান তিনি। ‘আমরা পজিটিভ ক্রিকেট খেলেছি। খেলাটাকে উপভোগ করেছি। সর্বোপরি আমরা জিতেছি। আমাদের মূল জিনিসগুলো ঠিক ছিলো। তাই মনে করি ফাইনালে যাওয়া উচিত হয়েছে। আর ফাইনালও জিততে চাই। ’

টুনামেন্ট শেষে ভালো কিছু নিয়ে ফিরতে চান তারা। ‘বৃষ্টি কারণে ম্যাচ শেষ হয়েছে, না হয় ম্যাচটি ক্লোজ হতো। যেভাবেই হোক ফাইনালে উঠে আমরা খুশি। গত কয়েক মাসে এই উইকেটে আমরা অনেক ম্যাচ খেলেছি। কন্ডিশন সম্পর্কে ভালো জানি। উইকেট ভালো। সিমাররা ভালো বল করতে পারে। আমরা যে পরিশ্রম করেছি তা কাজে লেগেছে। টুর্নামেন্ট শেষে ভালো কিছু নিয়ে দেশে ফিরতে চাই। ’

দলের নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমাল না খেলার কারণ বিশ্লেষণ করে তিনি বলেন,‘এটি ছিল নির্বাচক, কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত। তারা ভালো বলতে পারবে। সে ভালো করেছে। সেরা একাদশ নিয়ে তার মূল চিন্তা ছিলো। আমি বলতে পারবো সে আগামী ম্যাচে নামবে কিনা। ’

দেড়’শ রানই নিজেদের জন্যে প্রস্তুত মনে করেন তিনি। ‘আগে ব্যাটিং ছাড়া অন্য কোন অপশন ছিলো। আমরা অনেক কমফোরটেবল ছিলাম। আমরা চেয়ে ছিলাম ১৫০ বা ১৬০ রান করতে। আমাদের বোলিং নিয়ে দেড়শ’ রান করাই যথেষ্ট। ’

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।