ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের ব্যাটে চট্টগ্রামের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
মুমিনুলের ব্যাটে চট্টগ্রামের রানের পাহাড় মুমিনুল হক

সাভার: জাতীয় দলের তারকা ক্রিকেটার মুমিনুল হকের ব্যাটে দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের তৃতীয় দিন তার অসাধারণ ইনিংসের সুবাদে সিলেটকে ৪৩৯ রানের লক্ষ্য দেয় তারা।

লক্ষ্যে নেমে ৬৪ রানে এক উইকেট হারিয়ে দিন শেষ করে অলক ‍কাপালির দল।

তৃতীয় দিন শেষে
চট্টগ্রাম বিভাগ: প্রথম ইনিংস- ২১৩/১০, দ্বিতীয় ইনিংস- ৪১৫/৯ ডি.
সিলেট বিভাগ: প্রথম ইনিংস- ১৯০/১০, দ্বিতীয় ইনিংস- ৬৪/১ (২৮ ওভার)

১৫২ রানে তিন উইকেট হারিয়ে সোমবার মাঠে নেমেছিল চট্টগ্রাম। ৫৩ রানে অপরাজিত থাকা মুমিনুল ৭১ রানের জুটি গড়েন ফয়সাল হোসেনকে নিয়ে। এরপর ৫৯ রান যোগ করেন জসিমউদ্দিনকে সঙ্গে করে। আর ৯৩ রানের সেরা ইনিংসে মুমিনুলকে সঙ্গ দেন মোহাম্মদ সাইফুদ্দিন।

২৩৫ বলে ২০টি বাউন্ডারিতে ১৬৮ রানে সপ্তম ব্যাটসম্যান হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল। তৃতীয় সেশনে এসে তারা ইনিংস ঘোষণা করে।

সাদিকুর রহমান সবচেয়ে বেশি সাতটি উইকেট নেন সিলেটের পক্ষে।

লক্ষ্যে নেমে দলীয় ৫৯ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ৩৯ রানে আউট হন সায়েম আলম। ১৯ রানে সানাজ আহমেদ ও ২ রানে এনামুল হক জুনিয়র অপরাজিত খেলছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।