ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেনামি রিপোর্টে ক্ষুদ্ধ বিসিবি

স্পোর্টস করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, মে ১৭, ২০১৪
বেনামি রিপোর্টে ক্ষুদ্ধ বিসিবি

ঢাকা: কে হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ? এমন প্রশ্ন সবার মনে। কখনো পত্রিকার পাতায়, কখনো টেলিভিশনের স্ক্রলে এর নাম ওর নাম এসেছে।

যার বেশির ভাগই ছিল ধারণার উপর। সম্প্রতি একটি পত্রিকায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন চান্ডিকা হাথুরুসিংহে। যেখানে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড ডিরেক্টর এমন কথা বলেছে তা উল্লেখ ছিল।

বেনামি প্রতিবেদন প্রকাশ করায় ক্ষুদ্ধ হয়েছেন বিসিবি-এর সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার স্থানীয় একটি হোটেলে তিনি বলেন,‘আমরা আপনাদের (মিডিয়া) কাছেও চিঠি দেব ও অনুরোধ জানাবো। বেনামি খবর আর ছাপিয়েন না। অন্তত বোর্ড ডিরেক্টরের নাম বইলেন। যদি বোর্ড ডিরেক্টরদের নাম প্রকাশে অনিচ্ছুক বলে নিউজ দেন তাহলে সবাইকে খুব দোষী মনে হয়। খুব অপরাধী মনে হয়। ’

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, আগামী সোমবার চূড়ান্ত করা হবে কে হচ্ছেন বাংলাদেশ দলের পরবর্তী কোচ। দুই দিনের মধ্যে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নাম প্রকাশের জন্য ডিরেক্টরদের সৎ সাহস থাকা উচিত মন্তব্য করে ক্ষুদ্ধ পাপন বলেন, ‘সেজন্যে আমরা চাচ্ছি যে যাই কিছু লিখেন নাম দিয়ে লিখেন। তোমরা (ডিরেক্টর) যাই কিছু বলো নাম দিয়ে বলবে, বেনামি বলো না। বাইরের লোক বলতে পারে কিন্তু ডিরেক্টরদের মধ্যে সৎ সাহস থাকা উচিত, যে আমি কেনো একটা খবর ছাপাতে যাচ্ছি তো কেন আমি নামটা বলবো না। ’

নাম প্রকাশ না করায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘যারা এ ধরনের রিপোর্ট প্রকাশ করেছে, তারা সবাই ধারণা করে বলছে। আমরা কাউকে এখনো অফিসিয়ালি নিয়োগ দেইনি। যখন অফিসিয়ালি নিয়োগ দেব, তখন আমরাই সবাইকে নিশ্চিত করব। আর যারা এই খবরটা প্রকাশ করেছে, কাজটা অনৈতিক। আমরা এ নিয়ে চিন্তিত। ’

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, ১৭ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।