ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচদের নিয়ে আশাবাদী মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মে ২৭, ২০১৪
কোচদের নিয়ে আশাবাদী মাশরাফি ছবি: মাশরাফি বিন মুর্তজা

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে, সহকারী কোচ ইমরান সারোয়ার ও বোলিং কোচ হিথ স্ট্রিক নিয়োগ পেয়েছেন। নতুন এই কোচদের কাছ থেকে ইতিবাচক ফল পাবেন বলে বিশ্বাস মাশরাফি বিন মুর্তজার।



জিম্বাবুয়ের হয়ে স্ট্রিক ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। শুধু তাই না বিশ্বের অনেক বড় তারকা বোলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞা রয়েছে তার। দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা নতুন এই বোলিং কোচকে নিয়ে বলেন,‘বোলার হিসেবে উনি অসাধারণ। বিশ্ব ক্রিকেটে অনেকের মধ্যে সেরা ক্রিকেটার ছিলেন তিনি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে দশের মধ্যে ছিল তিনি। কোচ হিসেবে কখনও কথা হয়নি। খুব ভালো মানুষ বলেই জানি। কোচ হিসেবে জিম্বাবুয়ের সঙ্গে কাজ করেছে। সুতরাং আমার বিশ্বাস যে ভালো হবে। এখনই কোনো মন্তব্য যাওয়া ঠিক হবে না। আশা করছি ভালো হবে। ’

দেশী কোচ ইমরান সারোয়ারের শিষ্য মাশরাফি। তার প্রসংশায় তিনি বলেন,‘ইমরান স্যারের সঙ্গে আমি আমার ১৪ বছর ক্যারিয়ারের শুরু থেকেই ছিলাম। আমার ক্যারিয়ারের শুরুতেই ইমরান স্যার ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০১ সালে বোলিং নিয়ে ওনার সাথে অনেক কাজ করেছি। আসলে এটা নির্ভর করে প্রত্যেক খেলোয়াড়ের ওপর। সারোয়ার স্যারের অভিজ্ঞতা অনেক বেশি। স্যারের জায়গা থেকে স্যার সব কিছুই জানেন। আমি বিশ্বাস করি সবাই ইতিবাচকভাবে নিবে, বাংলাদেশী কোচ বলে নেতিবাচক নেওয়ার কোন সুযোগই নেই। আমি বিশ্বাস করি উনি অনেক অভিজ্ঞ। সবাই মন খুলে বলতে পারবে নিজেদের সমস্যাগুলো। ’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ২৭ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।