ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দোটানার মধ্যে গল টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
দোটানার মধ্যে গল টেস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: বলা যাচ্ছে না কোন দিকে যায় গল টেস্ট। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জিততে আরও ২৬০ রান প্রয়োজন শ্রীলঙ্কার।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকার তুলে নিতে হবে ৯ উইকেট।

৩৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১১০ রান। ১৪ রানে ওপেনার উপুল থারাঙ্গাকে ডেল স্টেইন ফিরিয়ে দেন। কৌশল সিলভাকে সঙ্গে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন কুমার সাঙ্গাকারা। ৫৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন সাঙ্গাকারা। ওপেনার কুশাল সিলভা অপরাজিত রয়েছেন ৩৭ রান নিয়ে।

দক্ষিণ আফ্রিকা: ৪৫৫/৯ ডিক্লে: ও ২০৬/৬ ডিক্লে:

শ্রীলঙ্কা: ২২৯/১০ ও ১১০/১

প্রথম ইনিংসে দ. আফ্রিকার করা ৪৫৫ রানে বিপক্ষে ব্যাট করতে নেমে ২২৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ১৬৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল হাশিম আমলা বাহিনী।

তবে লঙ্কান বোলারদের দাপটে খুব একটা সুবিধে করতে পারেনি হাশিম আমলার দল। দলীয় ৩৩ রানেই ওপেনার ডিন অ্যালগারেকে হারায় আমলারা। লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের বলে কট বিহাইন্ড হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো এই দক্ষিণ আফ্রিকান ওপেনার।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকলে অধিনায় হাশিম আমলা কৌশলী সিদ্ধান্ত নেন। শেষ অবধি ৬ উইকেটে ২০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া হাশিম আমলা।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন এবি ডি ভিলিয়ার্স। দিলরুয়ান পেরেরার বলে ক্লিন বোল্ডআউট হওয়ার আগে করেছেন ৫১ রান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩৬তম হাফ সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৯ ‍জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।