ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্পিনে কুপকাত দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
স্পিনে কুপকাত দ. আফ্রিকা সংগৃহীত

ঢাকা: কলম্বো টেস্টের প্রথম ইনিংসে হোচট খেয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার স্পিনারদের কাছে মূল্যবান তিন উইকেট হারায়ে প্রোটিয়ারা।

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪২১ রান করে। বড় স্কোরের জবাবে ৭১ রানে তিনজন ফিরেন সাজ ঘরে।

শ্রীলঙ্কা: ৪২১/১০
দক্ষিণ আফ্রিকা: ৯৮/৩

৯৮ রানে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।

আগের দিনের ৫ উইকেটে ৩০৫ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিকরা। জয়াবর্ধনে ১৬৫ রান তুলে রান আউট হন। ডিকওয়েলাও রান আউট হওয়ার আগে ৭২ রান করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে ডেল স্টেইন, ভার্নন ফিল্যান্ডার ও ডুমিনি ২টি করে উইকেট নেন।

লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৩৬ রান করে সুরঙ্গা লাকমালের বলে দু প্লেসি সাজ ঘরে ফিরেন।

এক প্রান্তে ৪৬ রান নিয়ে উইকেটে আছেন আমলা। অপরপ্রান্তে এবি ডি ভিলিয়ার্সের ১১ রানে আছেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।