ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গ্রেফতার হলেন যুবরাজের বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
গ্রেফতার হলেন যুবরাজের বাবা যোগরাজ সিং

ঢাকা: ভারতীয় ব্যাটিং তারকা যুবরাজ সিংয়ের বাবাকে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা পাকানোয় গ্রেফতার করেছে হরিয়ানার পাচকুলার পুলিশ। ৫৬ বছর বয়সী যোগরাজ সিং এর আগেও কয়েকবার পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন।



ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরে এমনিতেই রয়েছে বিপাকে। তার উপর তাদের ব্যাটিং তারকা বিরাট কোহলি আর ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড রয়েছে নাজেহাল অবস্থায়। এর মধ্যেই যুবরাজের বাবার এমন ঘটনায় মিডিয়ার রোষানলে পড়েছে ক্রিকেটাররা।

যুবরাজের বোন ও যোগরাজের পরিবারের সঙ্গে এক প্রতিবেশীর গাড়ি পার্কিং নিয়ে বিবাদ বাঁধে৷ ব্যাপারটি আলোচনার মাধ্যমে মিটমাট করে নিতে চেয়েছিলেন যুবরাজের বাবা৷ কিন্তু শেষ পর্যন্ত তাকে ঝামেলা বাঁধানোর জন্য গ্রেফতার করে পুলিশ।

প্রাক্তন এই ভারতীয় ডানহাতি ফাস্ট বোলার এর আগেও বেশ কয়েকবার পুলিশের কাছে গ্রেফতার হন। ২০০৮ সালে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জের ধরে তাকে গ্রেফতার করেছিল পুলিশ৷ ২০০০ সালে চন্ডিগরে গাড়ি দুর্ঘটনায় জড়িত থাকার কারণে তাকে ছয় মাস জেলও খাটতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।