ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিরক্ত করায় ব্রাভোর জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
টাইগারদের বিরক্ত করায় ব্রাভোর জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের বিরক্ত ও কটূক্তি করায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ড্যারেন ব্রাভোকে জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৮ আর্টিকেলের নিয়ম ভঙ্গ করায় ম্যাচ ফির ৩০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে ব্রাভোর।

আইসিসি’র এক বিবৃতিতে এ সংবাদ জানানো হয়েছে।

ম্যাচ চলাকালে ব্রাভো আম্পায়ারদের বার বার নিষেধ করা স্বত্তেও বাংলাদেশী ব্যাটসম্যানদের কটূক্তি করেন। ফলে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা রোশান মহানামার দৃষ্টি আকর্ষন করেন মাঠের আম্পায়াররা।

আম্পায়ারদের আনা অভিযোগ বিবেচনায় এনে প্রথমে ম্যাচ রেফারি ব্রাভোকে আনুষ্ঠানিক শুনানির আওতায় আনেন।

পরে ব্রাভোর দোষ প্রমাণিত হওয়ায় তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।