ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিরাত সফরে বাদ পড়লেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
আমিরাত সফরে বাদ পড়লেন ওয়াটসন শেন ওয়াটসন

ঢাকা: ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাত সফরে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়লেন অল-রাউন্ডার শেন ওয়াটসন। বেশ কিছুদিন থেকে পায়ের মাংসপেশীর সমস্যায় ভুগছেন তিনি।



ওয়াটসনের পরিবর্তে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তাসমানিয়ার ফাস্ট বোলার বেন হিলফেনহাস। আর অল-রাউন্ডার কেন রিচার্ডসন খেলবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে।

আগামী ৫ অক্টোবর থেকে আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সফর শুরু করবে অসিরা। এই সফরে রয়েছে একটি টি-২০, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট।

ওয়াটসন এর আগে একই সমস্যার কারণে জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজে খেলতে পারেনি। ২০১১-১২ মৌসুমে বাজে ফিটনেসের কারণে ১২ টি টেস্টে মাঠের বাইরে ছিলেন ৩৩ বছরের এই তারকা।

ওয়াটসন এখন পর্যন্ত ৫২ টি টেস্ট খেলে ৩৬.২৫ গড়ে চারটি শতক সহ করেছেন ৩৪০৮ রান। আর ৩১.৯৫ গড় ও ২.৭৪ ইকোনোমিতে নিয়েছেন ৬৯ টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।