ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফুটবলের সঙ্গে ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
ফুটবলের সঙ্গে ক্রিকেটার কোহলি সংগৃহীত

ঢাকা: শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর পর এবার ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফুটবল দলের মালিক হলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। গোয়া ফ্রাঞ্চাইজির মালিক হলেন তিনি।



ভারতের তরুণ ফুটবলারদের উৎসাহ দিতে কোহলি কিনে ফেলেছেন গোয়ার এ দলটি। আর মঙ্গলবার নিজে গোয়া ফ্রাঞ্চাইজির বোর্ডের সঙ্গে সাক্ষাত করে এসব জানান কোহলি।

মঙ্গলবার মুম্বাইয়ে দলের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে কোহলি বলেন, ‘আইএসএল এর লিগটি আমার পছন্দ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ফুটবল খেলা ভালবাসি। আর তাই সিদ্ধান্ত নিয়েছি এই লিগের মধ্য দিয়ে তার প্রকাশ ঘটাতে। ’

ক্রিকেটের আইপিএল এর সঙ্গে আইএসএল এর পার্থক্য দেখাতে গিয়ে তিনি বলেন, ‘আপনারা দেখুন আইপিএলকে কিছু মানুষ পছন্দ করে, আবার কিছু মানুষ পছন্দ করে না। কিন্তু তাতে কি যায় আসে, তরুন খেলোয়াড়রা এ টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারছে। বাইরের খেলোয়াড়দের সঙ্গে খেলে ভারতের তরুন ফুটবলারাও এ টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারবে। ’

নিজের ফ্রাঞ্চাইজির প্রসঙ্গে কোহলি বলেন, ‘আমি অনেক খুশি যে, গোয়ার মতো একটি দলের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এ দলে রয়েছে ব্রাজিলের বিখ্যাত ফুটবলার জিকো। আমি মনে করি, তিনি এ দলের ফুটবলারদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। ’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।